আজ মনসা পূজা

46

 

অষ্টনাগ পরিবৃতা মনসা দেবির পূজা আজ বুধবার। সকাল থেকে দেবি মনসার পূজা অনুষ্ঠিত হবে। চট্টগ্রামের সর্বত্র হিন্দু ধর্মাবলম্বীরা মনসা দেবির পূজা করবেন আজ। ঘট স্থাপন করে মনসা পূজা করা হয়। তবে পূজার ভিন্নতাও আছে। কেউ শুধু ফুল, দুর্বা, নৈবেদ্য দিয়ে দেবির পূজা করবেন। আর কেউ কেউ পূজার সাথে পাঁঠা বলি দেন মনসা দেবির উদ্দেশ্যে।
আষাঢ় মাসের পূর্ণিমার পর যে পঞ্চমী তিথি (শ্রাবণ) তাকে নাগপঞ্চমী বলে। নাগপঞ্চমীতে উঠানে সিজগাছ স্থাপন করে মনসা পুজো করা হয়। ভাদ্রমাসের কৃষ্ণা পঞ্চমী পর্যন্ত পুজো করার বিধান আছে। বাংলাদেশ কোথাও কোথাও দেখা যায় এক সপ্তাহ যাবত পুজো করা হয়। শুধুমাত্র শেষ দিনে পুরোহিত দ্বারা পুজো করা হয়। মনসা মানে মনের অধিষ্ঠাত্রী দেবী। তবে তাকে শিবের মানস কন্যাও বলা হয়।সেই মনসা দেবীর পুজো আজ সাড়ম্বরে অনুষ্ঠিত হবে। নাগকূলকে তুষ্ট রাখতেই প্রাচীনকালে মনসার পুজো করতেন গ্রামগঞ্জের সাধারণ মানুষরা। তবে হিন্দু ধর্মের বিভিন্ন গ্রন্থ, মহাভারত, পুরান, পূজার মন্ত্রে মনসার পরিচিতিও কালী ও দুর্গার মত বহুমাত্রিক। যদিও তাকে হিন্দুরা সাধারণত সাপের দেবি হিসাবে পূজা করে আসছে। তবে মনসা পূজা উপলক্ষে এক মাস ধরে এক সময় মনসা পুঁথি পাঠের প্রচলন ছিল হিন্দু বাড়িতে। যা এখন একবারে অচেনা হয়ে উঠছে। শুধু মনসা পূজাই সেখানে এখন মুখ্য।