আজ টিআইসি-তে তির্যকের নাটক রবীন্দ্রনাথের ‘রথযাত্রা’

14

পূর্বদেশ অনলাইন
আজ ৩১ জানুয়ারি মঙ্গলবার সন্ধ্যে সাতটায় থিয়েটার ইনস্টিটিউট চট্টগ্রাম (টিআইসি) মিলনায়তনে তির্যক নাট্যদলের নাটক রবীন্দ্রনাথ ঠাকুরের ‘রথযাত্রা’ পরিবেশিত হবে। তির্যক নাট্যদলের ২৬তম প্রযোজনা আহমেদ ইকবাল হায়দার নির্দেশিত ‘রথযাত্রা’ নাটকের প্রথম মঞ্চায়ন হয় ১৯৯১ সালের ৭ আগস্ট চট্টগ্রাম মুসলিম হলে। তির্যক ‘রথযাত্রা‘ নাটকটি বিভিন্ন সময়ে মোট ১৭৪টি প্রদর্শনী সম্পন্ন করেছে। দীর্ঘবিরতির পর তির্যক ‘রথযাত্রা’ নাটকটি নবরূপে মঞ্চায়নের উদ্যোগ নিয়েছে। নাটকের অগ্রিম টিকেট টিআইসি হল কাউন্টারে পাওয়া যাবে। রথযাত্রার উৎসবে এসে সকলে দেখলো মহাকালের রথ অচল, নড়ছে না কিছুতেই। রাজ্যশুদ্ধ লোকের দুশ্চিন্তার সীমা নেই। তাদের কথা ‘রথ যদি না চলে, আর দড়ি যদি পড়ে থাকে, তা হলে ও যে সমস্ত রাজ্যের গলায় দড়ি হবে।’ এখন উপায়? দলে দলে লোক আসতে লাগলো শূদ্রপাড়া থেকে। তারা বলে বাবার রথ আমরাই চালাবো। এতদিন তারা রথের চাকার তলায় পড়েছে, এখন তাদের ডাক পড়েছে রশিতে টান দিতে। এতকালের বৈষম্যের সমাজ হঠাৎ উঠলো কেঁপে। উঁচুতলায় যাদের অবস্থান তারাই তো এতদিন ধরে মহাকালের রথকে ঘুরিয়েছে-ফিরিয়েছে যেমন খুশি তেমন। তারা এগিয়ে এলো শূদ্রদের ঠেকাতে। রথ কি এবারে চলবে? এই নাটকে অভিনয়ে ও নেপথ্যে রয়েছেন: পারমিতা চৌধুরী, অমিত চক্রবর্তী, রিপন কুমার বড়ুয়া, সাইদুর রহমান চৌধুরী, বিভোর সা’দ অপূর্ব, সামান্তা দাশ, অর্পিতা চৌধুরী রুপা, শহিদুল ইসলাম রিয়াদ, অজয় ত্রিপুরা, জয় চৌধুরী, রুহিদাশ নাথ, বিজয় কুমার দে, শফিউল আজম তুষার, শ্যামল মন্ডল, দুলাল কান্তি চৌধুরী, মোহাম্মদ ওয়াসিম, হৃদয় দেব, উম্মে সালমা চৌধুরী ফাহিয়া, অনিক দেওয়ানজী, বিজয় শংকর বড়ুয়া ও মোহাম্মদ রাফি।