আজ টিআইসি’তে রাজশাহীর অনুশীলন নাট্যদলের নাটক ‘নায়ক ও খলনায়ক’

23

পূর্বদেশ অনলাইন
আজ ৭ অক্টোবর শুক্রবার সন্ধ্যে ৭ টায় থিয়েটার ইনস্টিটিউট চট্টগ্রাম (টিআইসি) মিলনায়তনে রাজশাহীর অনুশীলন নাট্যদলের নতুন নাটক ‘নায়ক ও খলনায়ক’ মঞ্চায়ন হবে। নাটকটি রচনা করেছেন এবং নির্দেশনা দিয়েছেন মলয় ভৌমিক। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবর্ষ ও বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে অনুশীলন নাট্যদল নির্মিত ভিন্ন ধারার নাটক ‘নায়ক ও খলনায়ক’ ইতোমধ্যে রাজশাহী, ঢাকা ও কলকাতায় সফল মঞ্চায়ন শেষে এবার চট্টগ্রাম আসছে। থিয়েটার ইনস্টিটিউট চট্টগ্রাম (টিআইসি)-র সার্বিক সহযোগিতায় এই নাটকের অগ্রিম টিকিট টিআইসি হল কাউন্টারে পাওয়া যাবে। ‘নবাব সিরাজ দৌলার সিপাহসালার অর্থাৎ প্রধান সেনাপতি ছিল মীর জাফর, খোন্দকার মোস্তাক ছিল বঙ্গবন্ধুর মন্ত্রীপরিষদ সদস্য, যুগে যুগে এই ঘরশত্রু বিভিষণেরা বেইমানি করেছে, কিন্তু তাদের ষড়যন্ত্র কখনওই সফল হয় নাই। খলনায়কেরা কখনওই প্রকৃত নায়কদের দাবায়ে রাখতে পারবে না। কথাগুলো ‘নায়ক ও খলনায়ক’ নাটকের শেষ সংলাপের অংশ। এই সংলাপ থেকেই নাটকের বিষয়বন্তু সম্পর্কে একটা ইঙ্গিত মেলে। আর এই সংলাপের বয়ান যে কোন ভৌগোলিক সীমা ও কালকে ছাপিয়ে যায়, যা সর্বকালে বিশ্বের সব অঞ্চলের জন্য প্রযোজ্য হতে পারে। নাটকটি ইতিহাসের পাঠ নয়। তবে অবাস্তবানুগ রীতিতে নির্মিত কল্পিত এই নাটকটি হয়তো দর্শকদের ইতিহাসের পথেই টেনে নিয়ে যাবে। নিরীক্ষাধর্মী এ নাটকে অভিনয়ে ও নেপথ্যে রয়েছেন ফাতেমা তুজ জোহরা যুথি, তানজিমা মাহজাবীন, সাদিয়া আফরিন ছন্দা, রাকিবুল আলম মিলন, স্বাধীন খান, হৃদয় সাহা, লিমন বিশ্বাস, আরিফুল ইসলাম, হৃদয় তালুকদার, মোশারফ হোসেন আবির, সুব্রত কুমার হালদার, ল্যাডলি মোহন মিত্র, শৌভিক রায় ও ইমরুল আসাদ।