আজ কক্সবাজারে বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল শুরু

12

কক্সবাজারে শুক্রবার শুরু হচ্ছে বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট। বিকেল ৩টায় কক্সবাজার বীরশ্রেষ্ঠ রুহুল আমিন স্টেডিয়ামে টুর্নামেন্টের উদ্বোধন করবেন স্থানীয় সরকার বিভাগের সিনিয়র সচিব হেলালুদ্দিন আহমেদ। এ উপলক্ষে বুধবার দুপুরে সংবাদ সম্মেলনে পৌরসভার মেয়র মুজিবুর রহমান বলেছেন, ‘জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে কক্সবাজার পৌরসভার আয়োজনে জাঁকজমকভাবে স্বাস্থ্যবিধি মেনে এই টুর্নামেন্ট আয়োজন করা হবে।’
প্রতিযোগিতাটির শিরোপা লড়াইয়ে অংশ নিচ্ছে ৮ দল- কক্সবাজার সদর, রামু, টেকনাফ, উখিয়া, মহেশখালী, কুতুবদিয়া, চকোরিয়া ও পেকুয়া উপজেলা। আয়োজনে সার্বিক সহযোগিতা করছে শ্রিম্প হ্যাচারী অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (সেব) ও জেলা ক্রীড়া সংস্থা। টুর্নামেন্টের আহŸায়ক কক্সবাজার পৌরসভার প্যানেল মেয়র-২ হেলাল উদ্দিন কবিরের সঞ্চালনায় সংবাদ সম্মেলনে ছিলেন জেলা ক্রীড়া সম্পাদক জসিম উদ্দিন, সহ-সভাপতি অধ্যক্ষ জসিম উদ্দিন, পৌর আওয়ামী লীগের সভাপতি মো. নজিবুল ইসলাম ও মিডিয়া কমিটির সদস্য সচিব আহসান সুমন। খেলা হবে নকআউট পদ্ধতিতে। টুর্নামেন্টে চ্যাম্পিয়ন দল পাবে ট্রফিসহ ২ ভরি স্বর্ণালঙ্কারের দাম ১ লাখ টাকা, আর রানার্স-আপ দল পাবে ট্রফিসহ ১ ভরি স্বর্ণালঙ্কারের দাম ৫০ হাজার টাকা। এছাড়া থাকবে সর্বোচ্চ গোলদাতা, ম্যাচ ও টুর্নামেন্টসেরার পুরস্কারসহ নগদ অর্থ। খেলা উপভোগে টিকিটের দাম নির্ধারণ করা হয়েছে ৩০ টাকা।