আজীবন নিষিদ্ধ চার ফুটবলার

24

এএফসি কাপে ম্যাচ ফিক্সিং করায় আজীবনের জন্য নিষিদ্ধ হলেন চারজন ফুটবলার। শুক্রবার বিষয়টি নিশ্চিত করেছে এশিয়ান ফুটবল কনফেডারেশন।
কিরগিজিস্তানের ফুটবলার কারসেনবেক সেরটভ ২০১৭ সালে এএফসি কাপ টুর্নামেন্টে খেলার সময় ম্যাচ ফিক্সিংয়ে জড়ান। তিনি বাজি সংক্রান্ত ইস্যুতে সহায়তা করেছিলেন বলেও জানিয়েছে এএফসি।
কিরগিজিস্তানের আরো দুই ফুটবলার ভ্লাদিমির ভেরেবকিন এবং ইলিয়াজ অ্যালেমিভের বিরুদ্ধে ফিক্সিংয়ের অভিযোগ সত্য প্রমাণিত হয়েছে।
শাস্তি পাওয়া আরেক ফুটবলার হলেন তাজিকিস্তানের আব্দুল আজিজ মেহমকভ।
অপর দিকে তুর্কমেনিস্তানের খেলোয়াড় মুহাদেভ সুলাইমানকে ডোপ কেলেঙ্কারির জন্য চার বছর নিষিদ্ধ করা হয়েছে।