আজিজুল হক আলকাদেরী (রহ.)’র ওরছ সম্পন্ন

17

 

আজিজুল হক আলকাদেরী (রহ)র ৩য় বার্ষিক ওরছ ও হাটহাজারী ছিপাতলী জামেয়া গাউছিয়া মুঈনীয়া কামিল মাদ্রাসার ৪৯তম সালানা জলসার সপ্তাহব্যাপী কর্মসূচি গত ৩১ মার্চ বৃহস্পতিবার দেশ ও বিশ্ববাসীর শান্তি কল্যাণ কামনায় আখেরি মুনাজাতের মধ্য দিয়ে শেষ হয়েছে। আজিজিয়া কাজেমী কমপ্লেক্স ট্রাস্ট বাংলাদেশ এর উদ্যোগে ও আন্জুমানে কাদেরীয়া চিশতীয়া আজিজিয়া বাংলাদেশ এর ব্যবস্থাপনায় সমাপনী দিবসের মাহফিলে সভাপতিত্ব করেন ট্রাস্টের চেয়ারম্যান ও দরবারের সাজ্জাদানশিন পীরে তরিকত অধ্যক্ষ আবুল ফরাহ মুহাম্মদ ফরিদ উদ্দিন আল কাদেরী (ম.জি.আ.)। মাহফিলে প্রধান অতিথি ছিলেন ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আহসান উল্লাহ আহসান সাইয়েদ। এতে বিশেষ অতিথি ছিলেন- অধ্যক্ষ ড. মোহাম্মদ আবদুর রাজ্জাক। অতিথি ও আলোচক ছিলেন জামেয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদ্রাসার সাবেক অধ্যক্ষ মুফতি সৈয়দ মোহাম্মদ অছিয়র রহমান আলকাদেরী, উপাধ্যক্ষ মুহাম্মদ আবদুল অদুদ আলকাদেরী, মোফাচ্ছেরে কোরআন মুহাম্মদ শফিউল আলম নেজামী, বীর মুক্তিযোদ্ধা ড. সৈয়দ মোহাম্মদ নজরুল ইসলাম বাইশহাজারী, অধ্যক্ষ মুহাম্মদ হাসান রেজা, ফরমান আলি রেজভী (ভারত), রফিকুল ইসলাম পাটোয়ারী, সাইফুল আজম বাবর আলআজহারী, মুফতি অলি উল্লাহ আশেকী, মুফতি গোলাম রব্বানি কাশেমী, অধ্যক্ষ মোহাম্মদ রফিক উদ্দিন সিদ্দিকি, অধ্যক্ষ মোহাম্মদ ইসমাইল নোমানি, অধ্যক্ষ ড. মোহাম্মদ খলিলুর রহমান, নুর মোহাম্মদ আল কাদেরী, মুহাদ্দিছ এ কে এম ইউসুফ আলকাদেরী, মাওলানা রফিকুল ইসলাম পাটোয়ারী, ইদ্রিস আনছারী, মাওলানা শফিউল আলম আজিজি, মুফতি সৈয়দ মুহাম্মদ মোকাররম বারী, অধ্যক্ষ আবুল ইরফান মোহাম্মদ লোকমান চিশতি, রাজনীতিবিদ মোহাম্মদ আলি চৌধুরী, মৌলভী মোহাম্মদ জিয়াউল হক, সৈয়দ মোহাম্মদ যুননুরাইন, বিশিষ্ট সমাজ সেবক মোহাম্মদ ইসমাইল হোসেন, সৈয়দ মোহাম্মদ মোজাহিদ, মাওলানা মোহাম্মদ মহিউদ্দীন, মাওলানা মোহাম্মদ ফখরুদ্দীন, মাওলানা মোহাম্মদ বেলাল উদ্দিন, শাহজাহা আবু ছালেহ মুহাম্মদ গোলাম কাদের, মোহাম্মদ নুরুল ইসলাম।
মাহফিল পরিচালনায় ছিলেন মাওলানা কাজী মোহাম্মদ শফিউল আযম। মিলাদ কিয়াম শেষে বিশ্বের নিপীড়িত মানবতার পরিত্রাণ এবং দেশ ও বিশ্ববাসীর ওপর আল্লাহর রহমত কামনায় মুনাজাত পরিচালনা করেন অধ্যক্ষ আবুল ফরাহ মুহাম্মদ ফরিদ উদ্দিন আলকাদেরী (ম.জি.আ)। দূর দূরান্ত থেকে হাজারো দ্বীনদার জনতা ওরছ ও সালানা জলসায় অংশগ্রহণ করেন। বিজ্ঞপ্তি