আজমানে বাংলাদেশ বিজনেস কাউন্সিল গঠনকল্পে সভা ইউএই প্রতিনিধি

2

বাংলাদেশ বিজনেস কাউন্সিল দুবাই সভাপতি সিআইপি মো. মাহাতাবুর রহমান নাসির বলেছেন, বিদেশের মাটিতে বিজনেস কাউন্সিল সংগঠন করা মানে প্রবাসী ব্যবসায়ীদের সুবিধা অসুবিধা এবং দেশের উন্নয়নে কাজ করা। তাই দেশের উন্নয়ন হয় তা মাথায় রেখে সংগঠন করা উচিত। তিনি বলেন, আরব আমিরাত সরকারের রেজিস্টেশন প্রাপ্ত সংগঠন বাংলাদেশ বিজনেস কাউন্সিল দুবাই। এই সংগঠনটি রেজিস্ট্রেশন পেতে প্রায় ১১ মাস সময় লেগেছে। এর কারণ সংগঠন পরিচালনার ক্ষেত্রে দেশের আইন কানুন মেনে দক্ষতা অর্জন করার পর সংগঠনটি লাইসেন্সপ্রাপ্ত হয়। তবে বাংলাদেশের উন্নয়ন এবং প্রবাসী ব্যবসায়ীদের সুবিধার্থে বাংলাদেশ বিজনেস কাউন্সিলের ব্রাঞ্চ হিসেবে দুবাই ও উত্তর আমিরাতের প্রতিটি প্রদেশে শাখা করা হবে। তাই এই ব্যাপারে এগিয়ে আসার জন্য সকল ব্যবসায়ীদের প্রতি আহ্বান জানাই। গত রবিবার স্থানীয় জাদিদ স্পাইসি হাউস রেস্টুরেন্ট হলরুমে বাংলাদেশ বিজনেস কাউন্সিল আজমান গঠনকল্পে আয়োজিত অনুষ্ঠানে তিনি একথা বলেন। বাংলাদেশ বিজনেস কাউন্সিল দুবাইয়ের আয়োজনে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ বিজনেস কাউন্সিল দুবাই সভাপতি সিআইপি মো. মাহাতাবুর রহমান নাসির। বাংলাদেশ বিজনেস কাউন্সিল দুবাইয়ের সাধারণ সম্পাদক সাইফুদ্দিন আহমেদের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ বিজনেস কাউন্সিল দুবাইয়ের সিনিয়র সহ-সভাপতি সিআইপি আইয়ুব আলী বাবুল, কাউন্সিলের সহ-সভাপতি মোহাম্মদ রাজা মল্লিক, আবুল কালাম সিআইপি, জাকির হোসেন সিআইপি, মাহমুদুল হাসান, মো. জাকির হোসেন প্রমুখ। বক্তব্য রাখেন মো. হুমায়ুন কবির, মো. শাহেদুল ইসলাম চৌধুরী, মো. হারুনুর রশিদ, সিমা ইসহাক, আবুল কালাম, মোহাম্মদ জাহাঙ্গীর আলম, কাজী মারুফ, মো. মজিবুর রহমান, মোহাম্মদ নাসির উদ্দিন, মোহাম্মদ বাহাদুর প্রমুখ। উপস্থিত ছিলেন মো. আলতাফ হোসেন, মো. জাহিদুল ইসলাম, মো. মাসুম বিল্লাহ, মনির খান শোবন, শামিম আহমেদ, মো. মহিউদ্দিন, সবুজ মিয়া, মোহাম্মদ মিলন, মোহাম্মদ সুমন আহমেদ, মোহাম্মদ নাসির, মনিরুজ্জামান, মো. সবুজ, মোহাম্মদ রাশেদ, আমেনা বেগম, গাজী সালমা প্রমুখ। শেষে জিল্লুর রহমানকে আহবায়ক ও মোহাম্মদ হেলাল উদ্দিনকে সদস্য সচিব করে বাংলাদেশ বিজনেস কাউন্সিল আজমান শাখা গঠন করা হয়।