আগ্রাবাদ টিএন্ডটি স্কুলের প্রাক্তন শিক্ষার্থীদের পুনর্মিলনী সম্পন্ন

53

উৎসবমুখর পরিবেশে আগ্রাবাদ টিএন্ডটি উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের প্রথম পুনর্মিলনী গতকাল ২৭ ডিসেম্বর স্কুল প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়। এ উপলক্ষে র‌্যালি, স্মৃতিচারণ, আলোচনা সভা, পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। সকালে বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি ও বিটিসিএল চট্টগ্রাম অঞ্চলের মহাব্যবস্থাপক প্রকৌশলী মো. গোলাম মোস্তফা প্রধান অতিথি হিসেবে দিনব্যাপী অনুষ্ঠান উদ্বোধন করেন। এছাড়া কর অঞ্চল-১ চট্টগ্রামের কমিশনার মো. ইকবাল হোসেন, স্কুলের প্রথম প্রধান শিক্ষক ফজলুল হক মজুমদার, সাবেক প্রধান শিক্ষক নিজামউদ্দিন চৌধুরী, বর্তমান প্রধান শিক্ষক সৈয়দ আহমদ ও সহকারী প্রধান শিক্ষক মো. মশীহুল ইসলাম ও পুনর্মিলনী কমিটির সদস্য সচিব উপ কর কমিশনার মো. ওমর ফারুক বিশেষ অতিথি ছিলেন। পুনর্মিলনী আয়োজক কমিটির আহ্বায়ক ইসহাক আরিফের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানের পর বর্ণাঢ্য র‌্যালি আগ্রাবাদ এলাকার সড়ক প্রদক্ষিণ করে পুনরায় স্কুল প্রাঙ্গণে এসে শেষ হয়। স্মৃতিচারণ অনুষ্ঠানে শিক্ষার্থী ও শিক্ষকরা পুরানো বিভিন্ন স্মৃতি নিয়ে উৎসবে মেতে ওঠেন। উৎসবে ২০২৩ সালে স্কুলের সুবর্ণজয়ন্তী উৎসব পালনের আশাবাদ ব্যক্ত করা হয়। বিজ্ঞপ্তি