আগ্রাবাদ চৌমুহনীতে নারী ও শিশুসহ ৫ জন আহত

8

নিজস্ব প্রতিবেদক

নগরীতে সীমানা দেয়াল ধসে নারী ও শিশুসহ পাঁচজন আহত হয়েছেন। আহতদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক। গতকাল শনিবার বেলা সাড়ে ১২টার দিকে নগরীর ডবলমুরিং থানার চৌমুহনী মোড়ে আবদুল নুর শাহ বাড়িতে এ দুর্ঘটনা ঘটে।
আহতরা হলেন, আনোয়ারা বেগম (৮৫), জাবেদ (১২), রমজান (৬০), হোসনে আরা (৫০) এবং নার্গিস (৩৫)। আহতদের মধ্যে আনোয়ারাকে আশঙ্কাজনক অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকি চার জন আগ্রাবাদ মা ও শিশু হাসপাতালে চিকিৎসাধীন আছেন।
চট্টগ্রাম বিভাগীয় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স বিভাগের সহকারী পরিচালক ফারুক হোসেন শিকদার জানান, এলাকার বাসিন্দা মো. ইসমাইল ভবন নির্মাণের পাইলিংয়ের জন্য মাটি খনন করে পাশের বাড়ির সীমানা দেয়াল ঘেঁষে জমা করেন। মাটির চাপে সীমানা দেয়ালটি ধসে পড়ে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের টিম ঘটনাস্থলে যায়। দেয়ালের নিচে চাপা পড়া অবস্থায় এক শিশুসহ পাঁচজনকে উদ্ধার করে হাসপাতালে পাঠায় ফায়ার সার্ভিসের কর্মীরা। দেয়াল ঘেঁষে রাখা মাটি সরিয়ে এলাকাটিকে নিরাপদ করার কাজ চলছে বলে জানিয়েছেন ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা।