আগ্রাবাদ গীতায়ণ’র প্রতিষ্ঠাবার্ষিকী উৎসব

59

 

নগরীর আগ্রাবাদ ছোটপুলস্থ গীতা গবেষণা কেন্দ্র ‘গীতায়ণ’ এর ১৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উৎসব দু’দিনব্যাপী বর্ণাঢ্য অনুষ্ঠামালার মধ্যদিয়ে গত ১৬ ডিসেম্বর রেণুমোহন কুঞ্জে অনুষ্ঠিত হয়। এই উপলক্ষে আয়োজিত কর্মসূচির মধ্যে ছিলো- ধর্মসভা, গীতাপাঠ, অষ্টপ্রহরব্যাপী মহানামযজ্ঞ, শ্রীমদ্ভগবদ্ গীতাপাঠ প্রতিযোগিতা, ভক্তি সঙ্গীতাঞ্জলী, মহাপ্রসাদ বিতরণ। ১ম পর্বে প্রদীপ প্রজ্জ্বলন করে অনুষ্ঠানের উদ্বোধন করেন রেণু বালা শীল। ২য় পর্বে উৎসব উদ্যাপন পরিষদের আহবায়ক তপন কান্তি রায়ের সভাপতিত্বে ধর্মসভায় প্রধান অতিথি ছিলেন বাগীশিক কেন্দ্রীয় সংসদের পৃষ্ঠপোষক সজল বরণ সেন। উদ্বোধক ছিলেন বাগীশিক চট্টগ্রাম মহানগর সংসদের পৃষ্ঠপোষক উত্তম মহাজন নব। প্রধান বক্তা ছিলেন বাগীশিক কেন্দ্রীয় সংসদের যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাড. শুভাশীষ শর্মা। গীতায়ণ’র প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ডা. অঞ্জন কুমার দাশের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন গীতায়ণ’র প্রধান উপদেষ্টা ডা. চন্দ্রশেখর দাশ, প্রতিষ্ঠাতা সভাপতি অনিল কুমার শীল, বাগীশিক কেন্দ্রীয় সমাজকল্যাণ সম্পাদক কৈলাশ বিহারী সেন। স্বাগত বক্তব্য রাখেন ঝন্টু শীল। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন নির্ঝর শীল অপু, সজীব শর্মা, লিটন শীল, মিন্টু শীল, নিটু দাশ প্রমুখ।
ভক্তি সঙ্গীতাঞ্জলিতে সঙ্গীত পরিবেশন করেন বেতার ও টিভি শিল্পীবৃন্দ। অনুষ্ঠানে গীতাপাঠ প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে অতিথিবৃন্দ পুরস্কার বিতরণ করেন। ধর্মসভায় বক্তারা বলেন, শ্রীমদ্ভাগবদগীতায় সর্বধর্মের সমন্বয়ের কথা বলা হয়েছে। গীতার বাণী অনুধাবনের মাধ্যমে সমাজে শান্তি-শৃঙ্খলা ফিরিয়ে আনা সম্ভব। গীতার বাণী সমাজের সর্বস্তরে ছড়িয়ে দিতে সকলের প্রতি আহবান জানান বক্তারা। বিজ্ঞপ্