আগারওয়াল পূজারার ব্যাটে ভারতের দিন

36

ছোট্ট আর্চি শিলারকে ব্যাগি গ্রিন টুপিটা পরিয়ে মেলবোর্নের সকালটা শুরু করেছিলো অস্ট্রেলিয়া। যার ক্রিকেটার হওয়ার স্বপ্নে বাধা হৃদপিন্ডের জটিলতা। যেই জটিলতা নিরসনে দাতব্য প্রতিষ্ঠানের সহায়তায় তার পাশে দাঁড়িয়েছে অস্ট্রেলিয়া ক্রিকেট বোর্ড। তাই প্রতীকীভাবে শিলারকে করা হয় বক্সিং ডে টেস্টের কো-ক্যাপ্টেন। আর্চি শিলারের স্বপ্নের দিনটাতে অজিরা ২ উইকেট নেওয়া ছাড়া আর কিছুই করতে পারেনি। প্রথম ইনিংসে উল্টো প্রতিরোধ দিয়ে ২ উইকেটে ২১৫ রানে প্রথম দিন শেষ করেছে ভারত।
তৃতীয় টেস্টে কো ক্যাপ্টেন শিলারকে সঙ্গে করে টস করতে এসেছিলেন টিম পেইন। টস জেতা অবশ্য হয়নি তাদের। বরং অভিজ্ঞতাহীন দুই ওপেনারকে নিয়ে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় ভারত। এদিন দারুণ অভিষেক হয়েছে মায়াঙ্ক আগারওয়ালের। ম্যানেজমেন্টের আস্থার প্রতিদান দিয়ে অভিষেকে জ্বলে উঠেন মায়াঙ্ক। আরেক ওপেনার হনুমা বিহারিকে উপরে উঠিয়ে আনলেও তাতে ইতিবাচক ফল পাওয়া যায়নি। তিনি ফিরে গেছেন মাত্র ৮ রান করে।