আগাম নির্বাচন চান ইসরায়েলের বিরোধী নেতা

6

ইসরায়েলের যুদ্ধকালীন মন্ত্রিসভার সদস্য ও প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর প্রধান প্রতিদ্বন্দ্বী বেনি গান্তজ দেশটিতে আগাম নির্বাচনের দাবি তুলেছেন।
গত বুধবার (৪ এপ্রিল) ইসরায়েলের পার্লামেন্টে নিজের কার্যালয়ে দেওয়া এক ভাষণে তিনি এই দাবি তুলেন। এর ফলে গাজা যুদ্ধের প্রতিক্রিয়ায় নেতানিয়াহুর ওপর আরও রাজনৈতিক চাপ বাড়ছে।
ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান এ খবর জানিয়েছে। বেনি গান্তজ বলেছেন, সেপ্টেম্বরে একটি তারিখ নির্ধারণ করতে হবে অথবা যুদ্ধের প্রথম বার্ষিকীতে চাইলেও হতে পারে।
সাম্প্রতিক সপ্তাহগুলো বিভিন্ন দিক থেকে চাপে রয়েছেন নেতানিয়াহু। বিশেষ করে শনিবার তার পদত্যাগের দাবিতে হাজারো মানুষের বিক্ষোভের পর এই চাপ বেড়েছে। বিক্ষোভকারী হামাসের হাতে থাকা জিম্মিদের মুক্তির উদ্যোগ ত্বরান্বিত করারও দাবি জানিয়েছেন। আগাম নির্বাচনের দাবি প্রত্যাখ্যান করে আসছে নেতানিয়াহুর ক্ষমতাসীন লিকুদ পার্টি। তবে গান্তজের আহবানকে স্বাগত জানিয়েছেন মার্কিন সিনেটর চাক শুমার। গত মাসে তিনিও ইসরায়েলে নির্বাচনের আহবান জানিয়েছিলেন।