আগামী ২৪ ও ২৫ নভেম্বর শ্রীমৎ স্বামী বিপ্লব চৈতন্য ব্রহ্মচারী মহারাজের শুভ আবির্ভাব দিবস

4

 

আগামী ২৪ ও ২৫ নভেম্বর নন্দীরহাট নেহালপুর বাসুদেব যোগাশ্রমে অধ্যক্ষ শ্রীমৎ স্বামী বিপ্লব চৈতন্য ব্রহ্মচারী মহারাজের ৫১ তম শুভ আর্বিভাব দিবস উপলক্ষে মহতী ধর্মসভা, বিশ্বশান্তি কামনায় গীতাযজ্ঞ, সাধু ভান্ডারা, ফ্রি চিকিৎসা সেবা, অসহায় দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ ও মনোজ্ঞ ভক্তিমূলক সঙ্গীতানুষ্ঠানের আয়োজন করা হয়েছে। ২৪ নভেম্বর বৃহস্পতিবার সন্ধ্যা ৭টায় সঙ্গীত পরিবেশন করবেন বাউল শিল্পী ফকির শাহাবুদ্দিন ও মরমী শিল্পী শিমুল শীল। ২৫ নভেম্বর শুক্রবার সকাল ৯টা হতে দুপুরে ১টা পর্যন্ত ফ্যামিলী হেলথ কেয়ারের সহযোগিতায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসকবৃন্দ শিশু রোগ, মেডিসিন, চর্মরোগ ও গাইনী রোগের ফ্রি চিকিৎসা সেবা ও রক্তের গ্রুপ নির্ণয় সেবা প্রদান করবে। দুপুর ২ ঘটিকায় সঙ্গীত পরিবেশন করবেন ম্যাগাজিন অনুষ্ঠান ইত্যাদি খ্যাত কণ্ঠশিল্পী অর্জুন বিশ্বাস। বিকেল ৫টায় মহতী ধর্মসভা ও বাসুদেব স্কুল এন্ড কলেজের ভিত্তি প্রস্তর স্থাপন করবেন প্রধান অতিথি শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল এম.পি। বিশেষ অতিথি থাকবেন চট্টগ্রাম জেলা পরিষদের চেয়ারম্যান এ.টি.এম পেয়ারুল ইসলাম, মহানগর যুবলীগের সাবেক আহব্বায়ক আলহাজ মো. মহিউদ্দিন বাচ্চুসহ রাষ্ট্রীয় অতিথিবৃন্দ। বিজ্ঞপ্তি