আগামী ১১ নভেম্বর থিয়েটার ইনিস্টিটিউটে কথকের নাটক ‘যুযুধান’

33

পূর্বদেশ অনলাইন
আগামী ১১ নভেম্বর শুক্রবার বিকাল পাঁচটা ও সন্ধ্যে সাতটায় কথক নাট্যমঞ্চের নিয়মিত প্রযোজনা মৃণাল মুখোপাধ্যায় রচিত যুযুধান নাটক থিয়েটার ইনিস্টিটিউট চট্টগ্রাম এর ল্যাবরেটরি হলে মঞ্চায়িত হবে। কুটিল রাজনীতি, ষড়যন্ত্র এবং তঞ্চকতার বিপরীতে গণমানুষের চেহারা নিয়ে মুকর দুই সর্বহারা বৃন্দাবন দাস ও কর্ণ। শুরু হয় সাধারনের ঐক্য, শ্রেনীচেতনা ইত্যাদি গুড়িয়ে দেবার পালা। তত্ত্বও সেই পুরোনো – স্ব শ্রেনী নিধনও ধর্মযুদ্ধ। কিন্তু আদতে কি তা সম্ভব? ইতিহাসে কি তার উত্তর মেলে? শেষপর্যন্ত সে উত্তর খোঁজার আপ্রান চেষ্টাতেই আবারো ‘যুযুধান’ নাটকটির নির্দেশনায় রয়েছেন মোহাম্মদ আলী টিটো। আলোক প্রক্ষেপণ সাদিয়া ইসতিয়াক ঐহি ও জয়দীপ। আবহ সংগীতে সাঈবা নুজহাত। বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন ইসতিয়াক জাহাঙ্গীর, শুভরাজ বিশ্বাস ও মোহাম্মদ আলী টিটো। টিকেট প্রদর্শনীর দিন হল কাউন্টারে পাওয়া যাবে।