আগামী মাসের প্রথম সপ্তাহে বিসিবি’র নির্বাচন

7

 

আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের আগেই নতুন নেতৃত্বের হাতে ক্ষমতা তুলে দেওয়ার কথা জানিয়েছিলেন বিসিবির বর্তমান সভাপতি নাজমুল হাসান পাপন। তারই ধারাবাহিকতায় আগামী মাসের প্রথম সপ্তাহে অনুষ্ঠিত হতে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থার নির্বাচন। গতকাল বৃহস্পতিবার বিসিবি পরিচালক জালাল ইউনুস সংবাদমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।
বিসিবির গঠনতন্ত্র অনুযায়ী পরিচালনা পর্ষদের মেয়াদ শেষ হওয়ার ৪৫ দিনের ভেতর করতে হবে নির্বাচন। আর এই মাসেই শেষ হয়ে যাবে বিসিবির বর্তমান কমিটির মেয়াদ। ৪৫ দিন সময় নেওয়ার সুযোগ থাকলেও বর্তমান কমিটি সেটি করছে না। আগামী মাসের প্রথম সপ্তাহে নির্বাচন দিয়ে বিশ্বকাপের আগেই নতুন কমিটির কাছে দায়িত্ব হস্তান্তর করতে চায় বোর্ড।
এ ব্যাপারে জালাল ইউনুস বলেছেন, ‘ধারণা করা হচ্ছে প্রথম সপ্তাহেই (বিসিবি) নির্বাচন হবে। তেমনই চেষ্টা করা হচ্ছে। যেহেতু অনেকেই বিশ্বকাপে চলে যাবে খেলা দেখার জন্য, তাই ধারণা করা হচ্ছে প্রথম সপ্তাহেই নির্বাচনটা হয়ে যাবে।’