আগস্ট এলেই অপশক্তি ষড়যন্ত্র শুরু করে

38

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৪তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে এক আলোচনা সভা সম্প্রতি নগরীর দামপাড়ার পল্টন রোডে জহুর আহমদ চৌধুরী মিলনায়তনে অনুষ্ঠিত হয়। বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের জাতীয় শোক দিবস উদ্যাপন পরিষদ আয়োজিত এই সভায় প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মুক্তিযোদ্ধা মাহতাব উদ্দিন চৌধুরী। তিনি বলেন, আগষ্ট মাস এলেই একাত্তরের পরাজিত অপশক্তিরা ষড়যন্ত্র শুরু করে। আগষ্টের বাতাসে ষড়যন্ত্রের গন্ধ।
শোকাবহ আগষ্টকে ঘিরে ষড়যন্ত্রকারীরা যাতে কোনো নাশকতা করতে না পারে সেজন্য মুক্তিযুদ্ধের স্বপক্ষের সকল শক্তির নেতাকর্মীরা সতর্ক থাকতে হবে। প্রধান বক্তার বক্তব্যে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের প্যানেল মেয়র-১ ও নগর আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক চৌধুরী হাসান মাহমুদ হাসনি বলেন, শুধু আজকের প্রজন্মই নয় অনাগত প্রতিটি বাঙালির হৃদয়ে বঙ্গবন্ধু চির জাগরুক থাকবেন। সভাপতির ভাষণে বঙ্গবন্ধু সাং®কৃতিক জোট জাতীয় শোক দিবস উদযাপন পরিষদের কো-চেয়ারম্যান ও নগর আওয়ামী লীগের কার্যনির্বাহী সদস্য প্রকৌশলী বিজয় কুমার চৌধুরী কিষাণ বলেন, জাতি হিসাবে আমরা বীরের জাতি। কিন্তু বাঙালির কপালে কলঙ্ক তিলক এঁকে দিয়েছেন ১৫ই আগস্টের খুনিরা। কিন্তু প্রধানমন্ত্রী শেখ হাসিনা সেই খুনিদের বিচার করে বাঙালি জাতিকে কলঙ্ক থেকে মুক্তি দিয়েছেন। বঙ্গবন্ধু সাং®কৃতিক জোট চট্টগ্রাম জেলার সাধারণ সম্পাদক মোহাম্মদ খোরশেদ আলমের সঞ্চালনায় এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মহানগর আওয়ামীলীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য আলহাজ্ব শফর আলী, জেলা শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক সাইফুল আলম বাবু।
স্বাগত বক্তব্য রাখেন সাবেক ছাত্রনেতা, সিজেকেএস কাউন্সিলর প্রকৌশলী রাশেদুর রহমান মিলন, বঙ্গবন্ধু সাং®কৃতিক জোট চট্টগ্রাম জেলার সভাপতি অনুপ বিশ্বাস, মুক্তিযোদ্ধা পরিবারবর্গের চেয়ারম্যান জসীম উদ্দীন চৌধুরী, নগর যুবলীগ নেতা সুমন দেবনাথ, আয়োজক পরিষদের প্রধান সমন্বয়কারী ও নগর যুবলীগের সদস্য জাবেদুল আলম সুমন, সমন্বয়কারী এম এ মান্নান শিমুল, কমার্স কলেজ ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক সুমন চৌধুরী, মহানগর ছাত্রলীগের সহ-সভাপতি মিথুন মলি­ক, চপই ছাত্রলীগের সাবেক সভাপতি মো. হেলাল উদ্দিন, মহানগর ছাত্রলীগ নেতা পৌলম দেব বুবুন, অভিজিত পাÐে, রবিন দে, রানা হাজারী, আ জ ম লিংকন, ইমন দত্ত, সাজ্জাদ হোসেন, মুরাদ হাসান রবিন, আরিফুল ইসলাম, আলাউদ্দিন, শফিউল আলম, শাহনেওয়াজ বাপ্পী, শহীদুল হক, ইমন হোসেন, মো. হানিফ, শরীফ, রানা, আরিফ, মিজান, সম্রাট, বাবু, রনি প্রমুখ। বিজ্ঞপ্তি