আক্রান্তদের পাশে রোনালদো

10

করোনায় আক্রান্তদের স্বাস্থ্যসেবায় ১ মিলিয়ন ইউরো দান করবেন রোনালদো ও তার এজেন্ট হোর্হে মেন্দেস। পুরো অর্থই কাজে লাগানো হবে লিসবনের সান্তা মারিয়া ও পোর্তোর সান্তো আন্তোনিওর হাসপাতালে। সেখানে আইসিইউ ইউনিটের সুবিধা বাড়াতেই এই অর্থদান করছেন জুভেন্টাস ফরোয়ার্ড। করোনায় আক্রান্ত মুমূর্ষু রোগীদের জন্য বেশি করে পয়োজন আইসিইউ। সেই ইউনিট স্থাপনে ভূমিকা রাখছেন রোনালদো।
এই ইউনিটে অনেক যন্ত্রপাতি পয়োজন করোনা রোগীদের সেবায়। বিশেষায়িত ফ্যান, মনিটর, ইনফিউশন পাম্প ও শয্যা; সব কিছুই এর অন্তর্ভুক্ত। এখন পর্যন্ত ২ হাজার ৩০০ জনের বেশি আক্রান্ত হয়েছেন রোনালদোর দেশ পর্তুগালে। মারা গেছেন ৩৩জন।