আকবরশাহ ও বাকলিয়ায় অগ্নিকান্ড

30

নগরীর আকবর শাহ থানা ও বাকলিয়া থানা এলাকায় পৃথক দুটি অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। এতে কয়েক লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। জানা যায়, গতকাল মঙ্গলবার ভোর তিনটার দিকে বাকলিয়ার মিয়াখান নগর এলাকায় বৈদ্যুতিক গোলযোগের কারণে সৃষ্ট আগুনে পুড়ে যায় এসআই মেডিক্যাল নামের একটি ওষুধের দোকান। ফায়ার সার্ভিসের ৪টি গাড়ি প্রায় এক ঘণ্টা চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। অন্যদিকে ভোর সোয়া চারটার দিকে আকবর শাহ থানা এলাকার নজরুল ইসলামের ভবনের বৈদ্যুতিক মিটারে আগুন লাগে। আগ্রাবাদ ফায়ার স্টেশনের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনেন।
বিভাগীয় ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের সহকারী পরিচালক মো. জসীম উদ্দীন জানান, বাকলিয়া মিয়াখান নগর এলাকার সরওয়ার হোসেনের মালিকানাধীন ওষুধের দোকানে আগুন লাগার খবর পেয়ে চন্দনপুরা ও নন্দনকানন ফায়ার স্টেশনের ৪টি গাড়ি পাঠানো হয়। আকবর শাহ থানা এলাকায় নজরুল ইসলামের ভবনের মিটারে আগুন লাগে। ফায়ার সার্ভিসের দুটি গাড়ি গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।