আওয়ার ব্ল্যাসড চাইল্ড এর কর্মশালা

7

 

বিশেষ অভিভাবকদের প্ল্যাটফর্ম ‘আওয়ার ব্ল্যাসড চাইল্ড’ আয়োজিত ‘ম্যানেজিং চ্যালেঞ্জিং বিহেভিয়ার্স ফর চিলড্রেন উইথ অটিজম’ শীর্ষক কর্মশালায় অ্যাডুকেশন থেরাপিস্ট, ট্রেইনার ও কনসালটেন্ট ডা. তাহমিনা হক বলেছেন, বিশেষ চাহিদাসম্পন্ন সন্তানদের নিয়ে হতাশ হলে চলবে না। প্রথমে নিজেকে ম্যানেজ করার পদ্ধতি জানতে হবে। তারপর অন্যদের করতে হবে। যেকোনও সফলতা অর্জন করতে হলে সংশ্লিষ্ট সকলে মিলে একটা লক্ষ্য স্থির করে টিমওয়ার্ক করা প্রয়োজন। ২৩ নভেম্বর চট্টগ্রাম প্রেস ক্লাবের এস রহমান হলে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। মূল প্রবন্ধ ও পাওয়ারপয়েন্ট উপস্থাপনকালে ডা. তাহমিনা হক বলেন, আচরণ রাতারাতি পরিবর্তন করা যায় না। অটিজম থাকলেই যে চ্যালেঞ্জিং বিহেভিয়ার থাকবে-তা কিন্তু নয়।
আওয়ার ব্ল্যাসড চাইল্ড এর অ্যাডমিন জিনাত রহমান এর সঞ্চালনায় স্বাগত বক্তব্য দেন অ্যাডমিন রাজন বড়ুয়া। শুভেচ্ছা বক্তব্য দেন বিশেষায়িত স্কুল প্রয়াসের অধ্যক্ষ লে. কর্নেল মোহাম্মদ মাহবুব মোর্শেদ, সাংবাদিক এম নাসিরুল হক এবং আওয়ার ব্ল্যাসড চাইল্ডের মডারেটর নাহিদা খানম রুলি। দিনব্যাপী কর্মশালায় প্রফেশনালদের মধ্যে মরিয়ম নেছা, হিল্লোল কান্তি দাশ, ফয়জুল ইসলাম আজাদ, কুমারী উমা রাণী, কামরুন নাহার ঝিনুক, হেনা শারমিন, খাদিজাতুন জোহরা রিতা, জসীম উদ্দীন, ফারজিনা আকতার, আবদুস সালাম, সুমাইয়া কবির, নুসরাত জাহান, শাপলা বড়ুয়া, সামু আক্তার, রোকসানা আক্তার, তাহমিনা জেরিন, হাসিনা আফরোজ, ফাতেমা তৌহিদ, লুনা, জান্নাত, দেবরা, মনীষা সেনগুপ্তা অংশগ্রহণ করেন। অভিভাবকদের মধ্যে সুমাইয়া আজাদ, নাহিদা সুলতানা, তাহমিনা, নিশাত নূর আক্তার, সুচরিতা রিতু, সুবর্ণা চক্রবর্তী, সুমিষ্টা বড়ুয়া এবং বিউটি বড়ুয়া অংশ নেন। কর্মশালা শেষে অংশগ্রহণকারীদের মাঝে সনদপত্র বিতরণ করা হয়। এর আগে প্রয়াস-চট্টগ্রামের পক্ষ থেকে রিসোর্সপার্সনকে উপহার প্রদান করা হয়। বিজ্ঞপ্তি