‘আওয়ামী লীগ জন্মলগ্ন থেকে মানুষের অধিকার আদায়ের সংগ্রামে’

22

পটিয়া :
আওয়ামী লীগের ৭৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পটিয়া উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে এক আলোচনা সভা পালিত হয়েছে। গত ২৩ জুন স্থানীয় একটি কমিউনিটি সেন্টারে এ সভা অনুষ্ঠিত হয়। উপজেলা আওয়ামী লীগ সভাপতি মুক্তিযোদ্ধা আ.ক.ম সামশুজ্জামান চৌধুরীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক অধ্যাপক হারুনুর রশিদের সঞ্চালনায় এতে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি আবদুল খালেক, সহ-সভাপতি মোহাম্মদ সৈয়দ, যুগ্ম সম্পাদক আবু ছালেহ চৌধুরী, আলমগীর খালেদ, ঋষি বিশ্বাস, পৌর আওয়ামী লীগ সভাপতি আলমগীর আলম, সাধারণ সম্পাদক নাছির, মাজেদা বেগম শিরু, বেলাল উদ্দিন, এসএম মোরশেদ উল্লাহ, মো. এমরান, নুরুল আলম, শহিদুল ইসলাম শামীম, মোজাম্মেল হোসেন রাজধন, আবু সুফিয়ান, নাছির উদ্দিন, আবু তৈয়ব, ফরিদুল আলম, মো. মিজানুর রহমান, শিল্পী মিত্র, ইনসানা নাছরিন, আজিমুল হক, আবুল হাসান খোকন, চন্দন বড়ুয়া, ওসমান আলমদার প্রমুখ।

রাউজান ইউনিয়ন আওয়ামী লীগ :
আওয়ামী লীগের ৭৩তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে রাউজান ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে সংগঠনের স্থায়ী কার্যালয়ে আলোচনা সভা ও দোয়া মাহফিল গত বৃহস্পতিবার অনুষ্ঠিত হয়েছে। আলোচনা সভা ও দোয়া মাহফিলে সভাপতিত্ব করেন রাউজান ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও রাউজান সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জসিম উদ্দিন হিরু। বিশেষ অতিথি ছিলেন রাউজান ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ নুরুল আমিন। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন রাউজান ইউনিয়ন যুবলীগের সভাপতি ইসহাক ইসলাম। ছিলেন রাউজান উপজেলা আওয়ামী যুবলীগের ধর্ম বিষয়ক সম্পাদক এম মাসুদুল আলমের সঞ্চালনায় উপস্থিত ছিলেন রাউজান ইউনিয়ন আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি ও ৫নং ওয়ার্ডের ইউপি সদস্য ফজলুল কাদের, রাউজান ইউনিয়ন পরিষদের রাউজান ইউপি প্যানেল চেয়ারম্যান মোজাম্মেল হক খোকন, ২নং প্যানেল চেয়ারম্যান প্রবেশ বড়ুয়া প্রবাশ, ইউপি সদস্য মো. ফোরকান, ইউপি সদস্য, দিলিপ কুমার দে, তরুণ কান্তি বড়ুয়া, তৈয়ব, আব্দুস সালাম, মো. খোরশেদ, আব্দুর রশিদ, আব্দুল ছোবান, হাবিবুল জাকারিয়া রাসেল, মো. জামাল উদ্দিন, সাবেক ইউপি সদস্য প্রবাত পাল কালু, ইখতিয়ার উদ্দিন, ইউপি সদস্য মো. সাইফ উদ্দিন, মহিলা ইউপি সদস্যা রেহেনা আক্তার, রতœা চক্রবর্তী, মো. খোরশেদ, শহিদুল আলম, সুমন, মোহাম্মদ জাহাঙ্গীর আলম, মো. কাশেম, লিটন, সাইফুল ইসলাম, রাশেদুল আলম প্রমুখ।

লোহাগাড়া :
আওয়ামী লীগের ৭৩তম প্রতিষ্ঠাবার্ষিকী বর্ণাঢ্য আয়োজনে পালন করেছে লোহাগাড়া উপজেলা আওয়ামী লীগ। এ উপলক্ষে গত ২৩ জুন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি অর্পণ, বিকাল ৪টায় দলীয় কার্যালয়ে কেক কাটা অনুষ্ঠান এবং বিকাল ৫টায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়। লোহাগাড়া প্রেস ক্লাব সভাপতি ও উপজেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী সদস্য মুক্তিযোদ্ধা নুরুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন লোহাগাড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি খোরশেদ আলম চৌধুরী। এতে প্রধান বক্তা ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সালাউদ্দিন হিরু। লোহাগাড়া উপজেলা আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক আবুল কালাম আজাদের সঞ্চালনায় এতে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি দাশ সাগর, যুগ্ম সাধারণ সম্পাদক ফরিদ আহমদ, সাংগঠনিক সম্পাদক নাজমুল হাসান মিন্টু, সাংগঠনিক সম্পাদক মুজিবুর রহমান, সাংগঠনিক সম্পাদক মাস্টার মো. মিয়া ফারুক, দপ্তর সম্পাদক শাহজাদা তৈয়বুল হক বেদার, উপ- দপ্তর সম্পাদক এমএস মামুন, কার্যনির্বাহী সদস্য জহির উদ্দিন, সলিল কান্তি বড়ুয়া, বড়হাতিয়া ইউনিয়ন সভাপতি সাজেদুর রহমান চৌধুরী দুলাল, পুটিবিলা ইউনিয়ন সভাপতি জাহাঙ্গীর হোসেন মানিক, কলাউজান ইউনিয়ন সভাপতি গাজী ইছহাক মিয়া, আধুনগর ইউনিয়ন সাধারণ সম্পাদক আলী আহমদ, পদুয়া ইউনিয়ন সাধারণ সম্পাদক আবচার আহমদ, বড়হাতিয়া ইউনিয়ন সাধারণ সম্পাদক রিটন বড়ুয়া রোনা, চরম্বা ইউনিয়ন সাধারণ সম্পাদক আছহাব উদ্দিন ও উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক এডভোকেট কপিল উদ্দিন প্রমুখ। সভায় সিনিয়র নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আলহাজ নুরুচ্ছাফা চৌধুরী, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক মঞ্জুরুল ইসলাম, মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক আব্দুল হামিদ বেঙ্গল, সাংস্কৃতিক সম্পাদক সুভাষ চন্দ্র নাথ, কার্যনির্বাহী সদস্য আলহাজ মামুন-উর রশিদ চৌধুরী, হারুনর রশিদ রাসু, চুনতি ইউনিয়ন সভাপতি শাহ আলম পল্টু, লোহাগাড়া সদর ইউনিয়ন সাধারণ সম্পাদক হেফাজত উল্লাহ সিকদার, কলাউজান ইউনিয়ন সাধারণ সম্পাদক শামসুল ইসলাম প্রমুখ।

কাপ্তাই :
আওয়ামী লীগের ৭৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে কাপ্তাই উপজেলা আওয়ামীলীগ, অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে গত ২৩ জুন কাপ্তাই উপজেলা সদরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পূষ্পমাল্য অর্পণ, র‌্যালি, উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা ও কেক কাটার আয়োজন করা হয়েছে। সভায় সভাপতিত্ব করেন উপজেলা আওয়ামী লীগ সহ-সভাপতি প্রকৌশলী থোয়াইছিং মারমা। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগ সভাপতি অংসুই ছাইন চৌধুরী। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাঙামাটি জেলা পরিষদ সদস্য ও উপজেলা আওয়ামী লীগ সহ-সভাপতি দীপ্তিময় তালুকদার, উপজেলা আওয়ামী লীগ সহ-সভাপতি ও কাপ্তাই ইউপি চেয়ারম্যান প্রকৌশলী আবদুল লতিফ, সহ-সভাপতি মাকসুদুর রহমান বাবুল, উপজেলা আওয়ামী লীগসহ-সভাপতি বিদর্শন বড়ুয়া ও যুগ্ম সম্পাদক সুজন তনচংগ্যা ধনা। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা আওয়ামী লীগ সাংগঠনিক সম্পাদক আক্তার হোসেন মিলন। সভায় স্বাগত বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক আবদুল ওহাব। উপস্থিত ছিলেন কাপ্তাই ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক সরোয়ার হোসেন, উপজেলা স্বেচ্ছাসেবক লীগ সভাপতি মো. সেলিম, উপজেলা যুবলীগ সভাপতি ও উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. নাসির উদ্দিন, মহিলা লীগ সভাপতি মনোয়ারা জাহান, উপজেলা কৃষকলীগ সভাপতি মো. সামশুদ্দীন আহমেদ, কাপ্তাই আঞ্চলিক শ্রমিক লীগের ভারপ্রাপ্ত সভাপতি মীর মোহসীন-উল-হক, চন্দ্রঘোনা ইউনিয়ন আওয়ামী লীগ সিনিয়র সহ-সভাপতি আবুল হোসেন, রাইখালী ইউনিয়ন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক মো. ইউসুফ তালুকদার, কাপ্তাই ইউনিয়ন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আকতার আলম, ওয়াগ্গা ইউনিয়ন ইউনিয়ন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক অমল দে, উপজেলা আওয়ামী লীগের মহিলা সম্পাদিকা উমেচিং মারমা, উপজেলা আওয়ামী লীগের কৃষি বিষয়ক সম্পাদক দয়ারাম তনচংগ্যা, উপজেলা আওয়ামী লীগ সাংগঠনিক সম্পাদক সাগর চক্রবর্তী, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক নুরুল্লাহ প্রমুখ। সভা শেষে কেক কেটে আওয়ামী লীগের ৭৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়।

রাঙ্গুনিয়া :
রাঙ্গু যথাযোগ্য মর্যাদায় বাংলাদেশ আওয়ামীলীগের ৭৩তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। গত ২৩ জুন দিনব্যাপী এই উপলক্ষে উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ে আলোচনা সভা, বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ, মিছিলসহ বিভিন্ন কর্মসূচী পালন করেছে আওয়ামী লীগ, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। এদিন উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। দলীয় কার্যালয়ে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আবদুল মোনাফ সিকদার। প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ স্টাডিজ বিভাগ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের চেয়ারম্যান অধ্যাপক ড. সেকান্দর চৌধুরী। স্বাগত বক্তব্য দেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শামসুল আলম তালুকদার। প্রচার ও প্রকাশনা সম্পাদক এমরুল করিম রাশেদ ও উপ প্রচার সম্পাদক মাহমুদুল হাসান বাদশার যৌথ সঞ্চালনায় সভায় উপস্থিত ছিলেন উত্তরজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা স্বজন কুমার তালুকদার, ধর্ম বিষয়ক সম্পাদক মো. শাহজাহান সিকদার, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক ইকবাল হোসেন চৌধুরী মিল্টন, রাঙ্গুনিয়া পৌরসভা আওয়ামী লীগের সভাপতি আরিফুল ইসলাম চৌধুরী, উপজেলা যুবলীগের সভাপতি শামসুদ্দোহা সিকদার আরজু, স্বেচ্ছাসেবকলীগ সভাপতি নাছির উদ্দীন রিয়াজ, ছাত্রলীগ সভাপতি রাসেল রাসু প্রমুখ। এরআগে আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ পৃথক মিছিলসহকারে সভায় যোগদান করেন। এদিকে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক দিয়ে প্রতিষ্ঠাবার্ষিকী পালন করেছে রাঙ্গুনিয়া পৌরসভা আ.লীগ।

পেকুয়া :
কক্সবাজারের পেকুয়ায় আওয়ামী লীগের ৭৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সদর ইউনিয়ন ও উদ্যোগে দিবসটি যথাযথভাবে পালন করেছে আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগী সংগঠন।
এ উপলক্ষে গত বৃহস্পতিবার উপজেলা আওয়ামী লীগের প্রধান কার্যালয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সদর ইউনিয়নের নবনির্বাচিত সভাপতি এম আজম খাঁনের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি শহিদুল্লাহ।
প্রধান বক্তা ছিলেন পেকুয়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম আবুল কাশেম। পেকুয়া সদর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাহাদাত হোসেনের পরিচালনায় এসময় উপস্থিত ছিলেন পেকুয়া উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সাইফুদ্দিন খালেদ, যুগ্ম সাধারণ সম্পাদক ওয়াহিদুর রহমান ওয়ারেচী, টইটং ইউপি চেয়ারম্যান ও টইটং ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাহেদুল ইসলাম চৌধুরী, মগনামা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাহেদুল ইসালম, আওয়ামী লীগের সভাপতি খাইরুল এনাম, আরমানুল ওসমান, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক এহতেশামুল হক ও যুগ্ম সাধারণ সম্পাদক আমিনুর রশিদ প্রমুখ।