আওয়ামী লীগের ৫ বিদ্রোহী প্রার্থীকে শোকজ

12

রাঙ্গুনিয়া প্রতিনিধি

রাঙ্গুনিয়ার ৫ বিদ্রোহী প্রার্থী ও এক আওয়ামী লীগ নেতাকে শোকজ করেছে উপজেলা আওয়ামী লীগ। দলীয় মনোনয়ন বঞ্চিত হয়ে দলের মনোনয়ন পাওয়া প্রার্থীর বিরুদ্ধে নির্বাচনী মনোনয়নপত্র সংগ্রহ ও দাখিল করায় এ শোকজ করা হয়। গত ৭ নভেম্বর উপজেলা আওয়ামী লীগ সভাপতি সিরাজুল ইসলাম চৌধুরী স্বাক্ষরিত এক চিঠির মাধ্যমে তাদের কাছে এ শোকজ চিঠি পাঠানো হয়। এসব বিদ্রোহী প্রার্থীরা আগামী ১১ নভেম্বরের মধ্যে প্রার্থীতা প্রত্যাহার করে দলীয় মনোনয়ন পাওয়া ব্যক্তির পক্ষে কাজ না করলে তাদের বিরুদ্ধে সাংগঠনিক কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে চিঠিতে জানানো হয়। যাদের শোকজ দেওয়া হল তারা হলেন- রাজানগর ইউনিয়নে বিদ্রোহী প্রার্থী ও উপজেলা আওয়ামী লীগের সদস্য জামাল উদ্দিন মোস্তফা জাহাঙ্গীর এবং তাকে সমর্থন দিয়ে ফেসবুকে দলীয় প্রার্থীর বিরুদ্ধে প্রচারণা চালানো উপজেলা আওয়ামী লীগের সদস্য মঞ্জুরুল হক চৌধুরী খালেদ, ইসলামপুর ইউনিয়নের বিদ্রোহী প্রার্থী ও ইউনিয়ন আওয়ামী লীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য সিরাজুদ্দৌলা দোলাল, দক্ষিণ রাজানগর ইউনিয়নের বিদ্রোহী প্রার্থী ও উপজেলা আওয়ামী লীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য এনামুল হক মিয়া, লালানগর ইউনিয়নে বিদ্রোহী প্রার্থী ও উপজেলা আওয়ামী লীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য রফিকুল ইসলাম, বেতাগী ইউনিয়নে বিদ্রোহী প্রার্থী ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও উপজেলা আওয়ামী লীগের সদস্য শফিকুল ইসলাম। এদিকে বিদ্রোহী প্রার্থীদের শোকজ দেওয়ার বিষয়ে জানতে চাইলে উপজেলা আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক এমরুল করিম রাশেদ জানান, সম্প্রতি কেন্দ্রিয় আওয়ামী লীগের দেওয়া নির্দেশনার আলোকে এ শোকজ চিঠি দেওয়া হয়েছে। তারা দলীয় মনোনয়ন চাওয়ার সময় কোন কারণে মনোনয়ন বঞ্চিত হলে দলীয় প্রার্থীর পক্ষে কাজ করবে মর্মে অঙ্গীকার করেছিল। কিন্তু তারা দলীয় প্রার্থীর বিরুদ্ধে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র সংগ্রহ ও জমা দেন। যা আওয়ামী লীগের গঠনতন্ত্রের ৪৭ ধারা পরিপন্থি ও সরাসরি লঙ্গন। এছাড়া উপজেলা আওয়ামী লীগের সিনিয়র নেতৃবৃন্দ বার বার তাদের তাগাদা দেওয়া স্বত্বেও তারা মনোনয়ন প্রত্যাহার না করায় আগামী ১১ তারিখের মধ্যে তাদের প্রার্থীতা প্রত্যাহারের নির্দেশনা দেওয়া হয়। অন্যথায় তাদের বিরুদ্ধে কঠোর সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানানো হয়। উল্লেখ্য, আগামী ২৮ নভেম্বর রাঙ্গুনিয়ার ১৩ ইউনিয়ন পরিষদের নির্বাচন। যেখানে ইতোমধ্যেই ৬ আওয়ামী লীগ নেতা একক প্রার্থী হিসেবে বিনাপ্রতিদ্ব›িদ্বতায় নির্বাচিত হতে যাচ্ছেন। বাকী ৭ ইউনিয়নের ৫টিতেই রয়েছে আওয়ামী লীগের মনোনয়ন বঞ্চিত বিদ্রোহী প্রার্থী এবং বাকী দু’টিতে আওয়ামী লীগ মনোনীত প্রার্থীর বিরুদ্ধে নির্বাচনে মনোনয়ন জমা দিয়েছেন দুই স্বতন্ত্র প্রার্থী।