আওয়ামী লীগের ৩৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

9

রাউজান :

আওয়ামী লীগের ৭৩তম প্রতিষ্ঠাবার্ষিকীর উপলক্ষে গত বৃহস্পতিবার আলোচনা সভা ও দোয়া মাহফিল করেছে রাউজান উপজেলা আওয়ামী লীগ। এতে টেলি কনফারেন্সে প্রধান অতিথির বক্তব্যে রাখেন রাউজানের সাংসদ এবিএম ফজলে করিম চৌধুরী এমপি। রাউজান উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি আনোয়ারুল ইসলামের সভাপতিত্বে ও যুগ্ম সাধারণ সম্পাদক বশির উদ্দিন খানের সঞ্চালনায় এতে উপস্থিত ছিলেন রাউজান পৌরসভার মেয়র জমির উদ্দিন পারভেজ, অধ্যক্ষ কফিল উদ্দিন চৌধুরী, উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি স্বপন দাশগুপ্ত, যুগ্ম সাধারণ সম্পাদক ভুপেশ বড়ুয়া, সাংগঠনিক সম্পাদক জানে আলম জনি, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক লায়ন শাহাবুদ্দিন আরিফ, দপ্তর সম্পাদক জসিম উদ্দিন চৌধুরী, রাউজান পৌরসভা আওয়ামী লীগের সভাপতি নজরুল ইসলাম চৌধুরী, ইউপি চেয়ারম্যান জসিম উদ্দিন, বীরমুক্তিযোদ্ধা আব্বাস উদ্দীন আহমেদ, শফিকুল ইসলাম, সৈয়দ আবদুল জব্বার সোহেল, পৌর কাউন্সিলর এড. দিলিপ কুমার চৌধুরী, শওকত হোসেন, আজাদ হোসেন, শফিউল আলম,এসএম বাবর, মাহাবুবুল আলম, রুনু ভট্টচার্য্য, আবু সৈয়দ আলমগীর, নুরুল আলম রহিম, শওকত হোসেন, মো. জাহেদ, শাখাওয়াত হোসেন চৌধুরী, মো. আসিফ, ফয়সাল মাহমুদ প্রমুখ।

রাজস্থলী :
রাজস্থলী উপজেলায় আওয়ামী লীগের ৭৩তম প্রতিষ্ঠাবার্ষিকী বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে পালিত হয়েছে। গত ২৩ জুন হ্নারামূখ উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ের সামনে উপজেলা আ. লীগ ও সহযোগী সংগঠনের নেতৃত্বে বাংলাদেশ আওয়ামী লীগের ৭৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দলীয় পতাকা উত্তোলন এবং জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ শেষে প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কেটে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান উবাচ মারমা। প্রধান অতিথি ছিলেন রাঙামাটি জেলা পরিষদের সদস্য নিউচিং মারমা। বিশেষ অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের সদস্য রাখাল চন্দ্র দাস, সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান উথিনসিন মারমা, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান অংনুচিং মারমা, মহিলা ভাইস চেয়ারম্যান উসচিন মারমা, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও ইউপি চেয়ারম্যান রবার্ট ত্রিপুরা, চথোয়াইনু মারমা, বিশ্বনাথ চৌধুরী, সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান পুচিংমং মারমা, লিটন বণিক, ক্যাসাচিং মারমা মিলন, সুইচাপ্রু মারমা, মিঠুল চন্দ্র দে, হারাধন কর্মকার, আইন বিষয়ক সম্পাদক শামসুল আলম, প্রচার সম্পাদক সুক্যচিং মারমা ও সাংস্কৃতিক সম্পাদক উথোয়াইচিং মারমা। আলোচনা সভায় উপস্থিত ছিলেন জাহাঙ্গীর আলম চৌধুরী, পুলক চৌধুরী, বীর মুক্তিযোদ্ধা ইউসুফ আলী সরদার, জান্নাত আলী শেখ, দীলিপ দাস, মহিলা আ. লীগের সভাপতি লংবতি ত্রিপুরা, আদরলতা তংচঞ্চ্যা, মংএতি মারমা, ধনরাম কর্মকার, আবু মুছা, অংসুইচিং মারমা বিজয়, ফোরকান হোসেন মুন্না, জয়নুল আবেদীন তালুকদার, জয়ধন কর্মকারসহ সহযোগী সংগঠনের শত নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

রামগড় :
রামগড় উপজেলায় আওয়ামী লীগের ৭৩তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে গত ২৩ আওয়ামী লীগ রামগড় উপজেলা শাখার দলীয় কার্যালয়ের সামনে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হয়। এরপর বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পনের মধ্যেদিয়ে দলীয় কার্যালয়ে দলটির অঙ্গ সংগঠনের নেতা-কর্মীদের উপস্থিতিতে কেক কেঁটে দোয়া মাহফিল ও আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোস্তফা হোসেন। এ সময় উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাজী নুরুল আলম আলমগীগের সঞ্চালনায় যুগ্ম-সাধারণ সম্পাদক বিশ্ব প্রদীপ কুমার কারবারী, পৌর আওয়ামী লীগের সভাপতি মো. রফিকুল আলম, সাংগঠনিক সম্পাদক নুরুল আলম জিকু- প্রদেশ ত্রিপুরা, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল কাদের, উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক আনোয়ার ফারুক, যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক আহসান উল্লাহ, কাজী শিমুল-সুমন বড়ুয়া সহ আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীগন প্রমুখ।