আওয়ামী লীগও আজ থাকবে রাজপথে

17

নিজস্ব প্রতিবেদক

বিএনপি-জামায়াতের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে তিন স্থানে সমাবেশ করবে আওয়ামী লীগ। মহানগর, উত্তর ও দক্ষিণ জেলা আওয়ামী লীগ পৃথক জায়গায় এ সমাবেশ করবেন। একইদিনে ১০ দফা দাবিতে বিভাগীয় সমাবেশের ডাক দিয়েছে বিএনপি। দেশের দুই বড় রাজনৈতিক দল আওয়ামী লীগ ও বিএনপি একই দিনে চট্টগ্রামে সমাবেশের ডাক দেয়ায় রাজনৈতিক পরিস্থিতি উত্তপ্ত হওয়ার শঙ্কা দেখা দিয়েছে।
যদিও আওয়ামী লীগের নেতারা বলছেন, রাজনৈতিক কর্মসূচি পালনে কোনো বাধা নেই। শান্তিপূর্ণ কর্মসূচি পালনে কেউ বাধা দিবে না। যদি কর্মসূচি পালনের নামে সন্ত্রাস ও নৈরাজ্য চালানো হয় তাহলে আওয়ামী লীগের নেতা-কর্মীরা প্রতিহত করবে।
জানা যায়, চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগ আন্দরকিল্লা মোড়ে শান্তি সমাবেশ করবে। এতে প্রধান অতিথি থাকবেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ। বিকাল ৩ টায় এ সমাবেশ অনুষ্ঠিত হবে। সমাবেশে নগর আওয়ামী লীগের সকল কর্মকর্তা, সদস্যবৃন্দ, থানা, ওয়ার্ড আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীদের স্ব স্ব সংগঠনের ব্যানার-ফেস্টুন সহকারে মিছিল নিয়ে যথাসময়ে উপস্থিত থাকতে বলা হয়েছে।
দক্ষিণ জেলা আওয়ামী লীগ দুপুর ২ টায় আন্দরকিল্লা দলীয় কার্যালয়ের সামনে সমাবেশ করবেন। উত্তর জেলা আওয়ামী লীগও একই সময়ে দোস্ত বিল্ডিংয়ের সামনে সমাবেশ করবেন।মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দীন বলেন, বিএনপি আন্দোলনের নামে গাড়ি পোড়াবে, মানুষ মারবে সেটা আমরা হতে দেব না। যদি তারা শান্তিপূর্ণভাবে সমাবেশ করে তাহলে আমাদের কোনো সমস্যা নেই। কিন্তু তারা যদি সহিংসতার পথ বেছে নেয়, তাহলে চট্টগ্রামের রাজপথে বিএনপিকে ছাড় দেওয়া হবে না। নগর আওয়ামী লীগ সবসময় নৈরাজ্য ও অগ্নিসন্ত্রাস মোকাবিলা করতে প্রস্তুত।
চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মফিজুর রহমান পূর্বদেশকে বলেন, বিএনপি-জামায়াতের সন্ত্রাস নৈরাজ্যের প্রতিবাদে আমাদের দলীয় কার্যালয়ের সামনে সমাবেশ করবো। সমাবেশে আওয়ামী লীগের সকল স্তরের নেতাকর্মীরা উপস্থিত থাকবেন। আওয়ামী লীগের রাজপথের দল। রাজপথে যেকোনো নৈরাজ্য প্রতিহত করতে আওয়ামী লীগের নেতা-কর্মীরা সবসময় মাঠে ছিল, থাকবে।