আওয়ামী যুবলীগের নির্বাচনী প্রচারণা

15

কেন্দ্রীয় আওয়ামী যুবলীগের সাংগঠনিক সম্পাদক আবু মনির মো. শহিদুল হক চৌধুরী রাসেল বলেছেন, চন্দনাইশের জনগণ কর্ণেল অলির দমন-পীড়নের যাতাকলে পিষ্ট হয়ে অতিষ্ট জীবন থেকে মুক্তি লাভের উদ্দেশ্যে গত পৌরসভা নির্বাচনে মাহাবুবুল আলম খোকাকে ভোট দিয়েছিলেন। তার সুফল বিগত ৫ বছর ধরে পৌর এলাকার জনগণ ভোগ করেছেন। সে ধারাবাহিকতায় এবারও মাহাবুবুল আলম খোকাকে বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা পুনরায় নৌকার টিকেট দিয়েছেন। দলীয় প্রার্থী হিসেবে সকল ধরনের ভেদাভেদ ভুলে নৌকার প্রতীকে ভোট দেয়ার আহবান জানান। উন্নয়নের ধারা অব্যাহত রাখতে খোকার বিকল্প নেই বলে তিনি দাবি করেন। বিএনপি, এলডিপি’র প্রার্থীরা খোকার জয় গান দেখে ভীত হয়ে প্রচার-প্রচারণা কমিয়ে দিয়েছেন। আগামী ১৪ ফেব্রæয়ারি সকাল থেকে কেন্দ্রে কেন্দ্রে যুবলীগের নেতা-কর্মীদের সকাল থেকে উপস্থিত থেকে ভোট দানে সহায়তা করার আহবান জানান। গত ৭ ফেব্রূয়ারি চন্দনাইশ পৌরসভা যুবলীগের উদ্যোগে নৌকার প্রার্থী মাহাবুবুল আলম খোকার প্রচার-প্রচারণা, গণসংযোগ শেষে চন্দনাইশ সদরস্থ প্রধান নির্বাচনী ক্যাম্পে মতবিনিময় সভা সিরাজুল ইসলাম চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক বদিউল আলম। বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় যুবলীগের সাংগঠনিক সম্পাদক আবু মনির মো. শহিদুল হক রাসেল, উপজেলা আওয়ামী লীগের সভাপতি জাহিদুল ইসলাম জাহানঙ্গীর, দক্ষিণ জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি চেয়ারম্যান হাবিবুর রহমান, চট্টগ্রাম সিটি কর্পোরেশনের নব-নির্বাচিত কাউন্সিলর চৌধুরী হাসান মাহামুদ হাসনী, দক্ষিণ জেলা যুবলীগের সভাপতি আ.ন.ম টিপু সুলতান চৌধুরী, সাধারণ সম্পাদক অধ্যাপক পার্থ সারতি চৌধুরী, মীর মো. মহিউদ্দিন, মো. আবদুর রহমান, নাছির উদ্দিন মিন্টু, কায়কোবাদ ওসমানী, আবুল কালাম আজাদ ও আলহাজ সেলিম উদ্দিন। সংগঠনের সাধারণ সম্পাদক লোকমান হাকিমের সঞ্চালনায় এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা যুবলীগের আহবায়ক তৌহিদুল আলম, যুগ্ম আহবায়ক এসএম মুছা তছলিম, মরিদুল আলম মুরাদ, কেন্দ্রীয় যুবলীগ নেতা যথাক্রমে রেজাউল করিম, অধ্যাপক কৃষ্ণ প্রসাদ ধর, আবদুল মোনায়েম, বেলাল হোসেন মিটু, রাজু দাশ হিরু, হেলাল উদ্দিন চৌধুরী প্রমুখ।