আওলিয়াদের প্রদর্শিত পথেই দুনিয়া ও আখেরাতের শান্তি

41

চট্টগ্রাম দরবার শরীফের সাজ্জাদানশীন আল্লামা ছৈয়দ জাফর ছাদেক শাহ বলেছেন, ইসলাম ধর্ম প্রচার ও প্রসারে আওলিয়া কেরামের ভূমিকা অপরিসীম। তারা কঠোর সাধনা বা রিয়াজত করে বেলায়েত ও আধ্যাতিক শক্তির মাধ্যমে এ দেশে ইসলাম প্রচার করেছেন। তাদের প্রদর্শিত পথই আল্লাহ ও রাসুল (সা.) এর পথ। তাদের অনুস্মরণ করলেই দুনিয়া ও আখেরাতের শান্তি ও মুক্তি মিলবে। হযরত মোহাম্মদ মোস্তফা (দ.) এর চান্দ্রবার্ষিক আবির্ভাব দিবস স্মরণে সীতাকুন্ডের ভাটিয়ারির ডিটি রোড প্রাঙ্গণে গত বৃহস্পতিবার যিকরে মোস্তফা (দ.) ও যিকরে গাউছুল আজম (ক.) মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত মন্তব্য করেন। রাহে ভান্ডার তরুণ আশেকান পরিষদ (রাতআপ) সীতাকুন্ড শাখা আয়োজিত মাহফিলে সভাপতিত্ব করেন সভাপতি নজরুল ইসলাম সবুজ। মাহফিলে বক্তব্য রাখেন মুফতি আবুল কাশেম (মাজিআ), আল্লামা মুফতি তানভীরুল ইসলাম, মুফতি মাওলানা মো. আবদুস সাত্তার, আল্লামা মুফতি নিজাম উদ্দিন চাঁদপুরী, মাওলানা আবদুল হান্নান, মুফতি ফখরুদ্দিন চাঁদপুরী, মাওলানা মনির আহমদ নিজামী প্রমুখ। বিজ্ঞপ্তি