আউটার রিং রোড ওয়াকওয়ে ধসের ঘটনা তদন্তে কমিটি

30

আউটার রিং রোডের ওয়াকওয়ে ধসে পড়ার ঘটনার কারণ জানতে তদন্ত কমিটি গঠন করেছে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ (সিডিএ)। তিন সদস্যের এ তদন্ত কমিটিকে আগামী সাত কর্মদিবসের মধ্যে প্রতিবেদন দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
চট্টগ্রাম বন্দরের প্রধান প্রকৌশলী (সিভিল) মাহমুদ হোসাইন খানকে প্রধান করে কমিটিতে সিডিএ’র নির্বাহী প্রকৌশলী মো. হাবিবকে সদস্য সচিব এবং নির্বাহী প্রকৌশলী ও অথরাইজড কর্মকর্তা মনজুর হাসানকে সদস্য করা হয়েছে।
সিডিএ চেয়ারম্যান এম. জহিরুল আলম দোভাষ বলেন, আউটার রিং রোডের ওয়াকওয়ে ধসের ঘটনায় ৩ সদস্যের কমিটি করা হয়েছে। ঘটনার সঠিক কারণ জানতে এ তদন্ত কমিটি। কমিটিকে ৭ কর্মদিবসের মধ্যে প্রতিবেদন দেওয়ার জন্য নির্দেশ দেওয়া হয়েছে।
শনিবার বৃষ্টির মধ্যে পতেঙ্গা আউটার রিং রোডের ওয়াকওয়ের কয়েকটি অংশ ধসে পড়ে।
উল্লেখ্য, জাপান আন্তর্জাতিক সহযোগিতা সংস্থা (জাইকা) ২০০৫ সাল থেকে পতেঙ্গা হতে ফৌজদারহাট পর্যন্ত বেড়িবাঁধ কাম আউটার রিং রোড নির্মাণের জন্য সম্ভাব্যতা যাচাইয়ের কাজ করে। যাচাই শেষে ২০০৭ সালে বাংলাদেশ সরকারের সঙ্গে চুক্তি করে জাইকা। প্রকল্প এলাকায় ৫ কিলোমিটার ওয়াকওয়ে নির্মাণ করা হবে। চলতি বছরে কাজ শেষ হওয়ার কথা। প্রকল্পের বেশিরভাগ কাজ ইতিমধ্যে শেষ হয়েছে।