আউটসোর্সিং কর্মচারীদের বকেয়া বেতন পরিশোধের দাবিতে মানববন্ধন

15

বান্দরবান প্রতিনিধি

বান্দরবান সদর হাসপাতালে কর্মরত আউটসোর্সিং কর্মচারীদের বকেয়া সাত মাসের বেতন পরিশোধ ও আউটসোর্সিং প্রকল্প বাতিল করে অবিলম্বে চাকরি স্থায়ী করনের দাবিতে গত ১৫ মে বান্দরবান প্রেসক্লাবের সামনে মানববন্ধন ও প্রেস ব্রিফিং এর আয়োজন করা হয়। মানববন্ধন ও প্রেস ব্রিফিং এ উপস্থিত ছিলেন বান্দরবান সদর হাসপাতালের ল্যাব এটেন্ডেট সুয়ারো ম্রো, ওয়ার্ড বয় উসাইমং মারমা, মো. ফারুক, সিংমংউ মারমা, জসিম উদ্দিন, বোঅংসিং মারমা, নুমংপ্রু মারমা,আয়া-মা প্রু চিং মারমা, শাহানা আক্তার, প্রæয়ইউ মারমা, পরিচ্ছন্নতাকর্মী রুমা দেবী, মংসাইনু মারমা, মেহাইনু মারম,শিল্পী রানী দে, লাকী আক্তার, পাইনু মারমা প্রমুখ। মানববন্ধন ও প্রেস ব্রিফিং উপস্থিত কর্মচারীগণ বলেন, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্মারক নং-৪৫.০১.০০০০.১৪০.১১.০০২.২০.৬১৮ মূলে এবং বান্দরবান পার্বত্য জেলা পরিষদের স্মারক নং- ২৯.২৩৫.০৩০০.০০৩.১১.১০৮.২০.৯৯৪ স্মারক মূলে গত ০৭-১০-২০২০ ইং তারিখে বান্দরবান সদর হাসপাতালে আউটসোর্সিং প্রক্রিয়ায় অস্থায়ী ভিত্তিতে নিয়োগ প্রদান করা হয়।
চাকরি নিয়োগ পরবর্তী ৭ মাস পর ৬ মাসের বেতন একসাথে প্রদান করা হয় অতঃপর ১২মাস পর ৬ মাসের বেতন প্রদান করার পর হাসপাতাল কর্তৃপক্ষ আমদের কে মৌখিক ভাবে জানায় যে আমাদের ২৮/০৪/২০২২ তারিখে আউটসোর্সিং এর মেয়দ শেষ। আমরা আমাদের ন্যায দাবী সমূহ বকেয়া সাত মাসের বেতন অবিলম্বে পরিশোধ এবং আউটসোর্সিং প্রকল্প বাতিল করে অবিলম্বে চাকুরী স্থায়ীকরণ করতে হবে।