আইসিসি প্লেয়ার অব দ্য মান্থ লড়াইয়ে নেপালের কুশাল

9

আন্তর্জাতিক ক্রিকেটের পথচলা শুরুই হয়েছে গত মাসে। পাঁচ টি-টোয়েন্টি খেলে করেছেন চার ফিফটি। দুর্দান্ত ব্যাটিং ঝলক দেখিয়ে অভিষেক মাসেই নেপালের কুশাল ভুরতেল জায়গা করে নিয়েছেন ‘আইসিসি প্লেয়ার অব দ্য মান্থ’ এর সংক্ষিপ্ত তালিকায়। এপ্রিল মাসের সেরার স্বীকৃতি পেতে এই ওপেনারকে লড়াই করতে হবে বাবর আজম ও ফখর জামানের সঙ্গে।
গত মাসে নেদারল্যান্ডস ও মালয়েশিয়ার বিপক্ষে ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজ দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে পা রাখেন কুশাল। ৪৬ বলে ৫টি করে ছক্কা-চারে ৬২ রানের ইনিংসে অভিষেক রাঙান ডানহাতি এই ব্যাটসম্যান। নেদারল্যান্ডসের বিপক্ষে সিরিজের ফাইনালে দলের জয়ে করেন ৫৩ বলে ৭৭ রান। মাঝেও আসে দুটি ফিফটি। পাঁচ ম্যাচে ১৪০.৪০ স্ট্রাইক রেটে সর্বোচ্চ ২৭৮ রান তার। সিরিজ সেরার পুরস্কার জেতা ২৪ বছর বয়সী ব্যাটসম্যানের সামনে এবার আরও বড় স্বীকৃতির হাতছানি। আইসিসির ভোটিং একাডেমি ও ক্রিকেট সমর্থকদের যৌথ ভোটে নির্বাচন করা হয় মাসের সেরা নারী-পুরুষ দুই ক্রিকেটার। ভোটিং একাডেমিতে আছেন জ্যেষ্ঠ ক্রীড়া সাংবাদিক, সাবেক ক্রিকেটার ও ধারাভাষ্যকাররা। তারা ভোট দেন ই-মেইলে, আইসিসির নিবন্ধিত সমর্থকদের ভোট দিতে হয় আইসিসির ওয়েবসাইটে।