আইসিসি টি-টোয়েন্টি র‌্যাঙ্কিংয়ে সাকিব-নাইমের উন্নতি

5

 

আইসিসি টি-টোয়েন্টি র‌্যাঙ্কিংয়ে উন্নতি হলো সাকিব-নাইমের। অজিদের বিপক্ষে ব্যাট হাতে গুরুপ্তপূর্ণ ৩৬ রান করায় ব্যাটিংয়ে ৬ ধাপ এগিয়ে ৫৬তম স্থানে উঠে এসেছে সাকিব। বোলিংয়েও এগিয়েছে টাইগার স্পিনার। তিনধাপ এগিয়ে ৫৫৫ রেটিং নিয়ে লংকান দুশমন্থ চামিরার সঙ্গে ১৮তম স্থানে আছে সাকিব। অলরাউন্ডার তালিকায় যথারীতি ২ নম্বরেই আছে টাইগার স্পিনার।
এদিকে, অজিদের বিপক্ষে ২৯ বলে ৩০ রান করা মোহাম্মদ নাইম এগিয়েছে র‌্যাঙ্কিংয়ে সাত ধাপ। র‌্যাঙ্কিংয়ে উন্নতি হয়েছে অজি অলরাউন্ডার মিচেল মার্শেরও। ৫৫১ রেটিং নিয়ে ২৫তম স্থানে যৌথভাবে আছেন নাইম-মার্শ।
ক্রিকেটের ক্ষুদ্রতম সংস্করণে ৮৪১ রেটিং নিয়ে সেরা ব্যাটসম্যান হিসেবে আছেন ইংলিশ ক্রিকেটার ডেভিড মালান। আর বোলিংয়ে ৭৯২ রেটিংয়ে সেরা অবস্থানে আছে প্রোটিয়া বাঁ-হাতি অর্থোডক্স স্পিনার তাবরিজ শামসি। অলরাউন্ডার তালিকায় সেরা অবস্থানে আছে আফগান ক্রিকেটার মোহাম্মদ নবী (২৮৫ রেটিং)। দুইয়ে ২৫২ রেটিংয়ে দুইয়ে অবস্থান করছে বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান।