আইসিসির সিদ্ধান্তে খুশি নয় বিসিবি

4

 

চলতি বছরের অক্টোবর-নভেম্বর মাসে বসবে টি-টোয়েন্টি বিশ্বকাপের আসর। বিশ্বকাপের মূল পর্ব খেলতে হলে আগে প্রথম পর্ব টপকাতে হবে বাংলাদেশ দলকে। যেখানে খেলতে হবে স্কটল্যান্ড, পাপুয়া নিউগিনি ও ওমানের সঙ্গে। প্রথম পর্ব টপকালে সুপার টুয়েলভের টিকিট পাবে টাইগাররা। তবে এসব আয়োজনের আগে আগামী ১০ সেপ্টেম্বরের মধ্যে ১৫ সদস্যের স্কোয়াড দিতে হবে অংশ নিতে যাওয়া দলগুলোকে। আন্তর্জাতিক ক্রিকেটের সর্বোচ্চ সংস্থা আইসিসি জানিয়েছে, বিশ্বকাপ দল ১৫ সদস্যের বেশি হওয়া যাবে না। সাপোর্টিং স্টাফ আর টিম ম্যানেজমেন্ট মিলিয়ে সংখ্যাটা হবে সর্বোচ্চ ২৩ জনের। করোনাকালীন সময়ে ১৫ সদস্যের স্কোয়াড নিয়ে বিশ্বকাপ খেলতে যাওয়া ঝুঁকিপূর্ণ। তার সঙ্গে প্রথম পর্বে বাড়তি ম্যাচ খেলতে হবে টাইগারদের। সবে মিলিয়ে ক্লান্তি আর ইনজুরির শঙ্কা ভাবাচ্ছে। আইসিসির এমন সিদ্ধান্তে মোটেও খুশি নয় বাংলাদেশ ক্রিকেট বোর্ড।