আইপিএলে ১০ বছরে দ্রুততম বোলার উমরান

19

 

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) এবারের আসরে সবার চেয়ে বেশি গতির বোলিংয়ে সবার নজর কেড়েছেন কাশ্মিরের ক্রিকেটার উমরান মালিক। কয়েকদিন আগে নিজেই বলেছিলেন, ঘণ্টায় ১৫৫ কিলোমিটার গতিতে বল করতে পারবেন। এবার তার থেকে বেশি কিছু করে দেখালেন।
সানরাইজার্স হায়দরাবাদের হয়ে ১৫৭ গতিতে বল করে গড়লেন ইতিহাস। বৃহস্পতিবার (৫ মে) দিল্লি ক্যাপিটালসের বিপক্ষে দ্বাদশ ওভারে উমরান মালিকের একটি বলের গতি ছিল ঘণ্টায় ১৫৪.৯ কিলোমিটার। অল্পের জন্য তখন ১৫৫ ছুঁতে না পারলেও ইনিংসের শেষ ওভারে তা ছাড়িয়ে যান। এবার তার বলের গতি ১৫৬.৯ কিলোমিটারে উঠে আসে। আইপিএলে গত ১০ বছরে এত গতিতে বল করতে পারেনি কেউই। ২০২০ সালে আইপিএলে দিল্লি ক্যাপিটালসের নরকিয়ার একটি বলের গতি ছিল ১৫৬.২ কিলোমিটার। তাকেও ছাড়িয়ে গেছেন উমরান।