আইন-শৃংখলা উন্নয়নে গঠনমূলক পরামর্শ চাই

34

বেসরকারী উন্নয়ন সংস্থা সংশপ্তক, দ্যা এশিয়া ফাউন্ডেশনের সহযোগিতায় সিএমপির আওতাধীন সদরঘাট থানার সাথে জুম অনলাইন মিটিংয়ের মাধ্যমে ‘আস্ক ইউরি লোকাল পুলিশ’ সভা অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠিত সভায় সংশপ্তক এর প্রধান নির্বাহী লিটন চৌধুরী বলেন, বেসরকারী উন্নয়ন সংস্থা সংশপ্তক দীর্ঘদিন ধরে চট্টগ্রামে পিছিয়ে পড়া জনগোষ্ঠীর উন্নয়নে কাজ করে যাচ্ছে, তারই ধারাবাহিকতায়, দ্যা এশিয়া ফাউন্ডেশনের সহযোগিতায় চট্টগ্রাম সিটি কর্পোরেশন এর ২০টি ওয়ার্ড এবং ৬টি উপজেলায় পিস প্রকল্প বাস্তবায়ন করছে। এই সভায় উদ্দেশ্য হচ্ছে, জনগণের সম্পৃক্ততায় এলাকার কমিউনিটি পুলিশিং এবং থানার সহযোগিতা নিয়ে সকল ধরণের নির্যাতন, সহিংসতা, মাদক, ইভটিজিং সহ বিভিন্ন ধরণের অপরাধমূলক কর্মকান্ড কমানোর লক্ষ্যে আইন শৃংখলাবাহিনীকে সম্পৃক্ত করা। অংশগ্রহণকারীদের মধ্যে উপস্থিত ছিলেন, চসিক এর ২২,৩০,৩১ ওয়ার্ডের কাউন্সিলর নিলু নাগ, সাবেক কাউন্সিলর রেখা আলম চৌধুরী, বিলস কর্মকর্তা, শারমিন আক্তার, বøাষ্ট কর্মকর্তা এডভোকেট জিনাত আরা বেগম, সংস্কৃতি কর্মী জোবায়দুর রশিদ, সাপ্তাহিক অপরাধ অনুসন্ধান চট্টগ্রাম ব্যুরো প্রধান আবদুল হান্নান হীরা, আবদুস সালাম মাসুম, সাইফুর রহমান টিপু, ডাঃ সজীব তালুকদার, মিশু পাল, আমানত খান জনি ও মোহাম্মদ নাসির উদ্দিন। সাংবাদিক, এডভোকেট, সিপিএফ নেতৃবৃন্দ, সংশপ্তকের প্রতিনিধি এবং অন্যান্য সংগঠনের প্রতিনিধিবৃন্দ। দ্যা এশিয়া ফাউন্ডেশনের প্রতিনিধি জয়নাল আবেদীন সভার আলোচনার সারসংক্ষেপ ব্যক্ত করেন। প্রশ্ন গুলো হলো বিভিন্ন ধরণের নারী নির্যাতনসহ অন্যান্য সহিংসতা প্রতিরোধের ক্ষেএে থানা কি ধরণের সহযোগিতাগুলো করছেন, ব্লাষ্টের কার্যক্রমের সাথে কমিউনিটি পুলিশিংকে সম্পৃক্ত করা যায় কি না? কমিউনিটি পুলিশিংকে আরো কিভাবে বেগবান করা যায়, পুলিশের নাম বলে অপরাধীরা ঘরে ঢুকে যাচ্ছে এই ক্ষেএে পুলিশ থেকে কিভাবে সহযোগিতা পেতে পারে ইত্যাদি। অংশগ্রহণ কারীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দিয়েছেন সদরঘাট থানার তদন্ত অফিসার আহমদ উল্লাহ ভুইয়া।