আইনের শাসন প্রতিষ্ঠায় কাজ করছে সরকার : পেয়ারুল

5

লালদীঘি পাড়স্থ চট্টগ্রাম জেলা পরিষদের অস্থায়ী কার্যালয়ে জেলা আইনজীবী সমিতির নেতৃবৃন্দ গতকাল বৃহস্পতিবার জেলা পরিষদ চেয়ারম্যান এটিএম পেয়ারুল ইসলামকে ফুলেল শুভেচ্ছা জানান ও সৌজন্যে সাক্ষাতে মিলিত হন।
এসময় এটিএম পেয়ারুল ইসলাম বলেন, ‘সরকার গণতন্ত্রকে নিরাপদ, আইনের শাসন প্রতিষ্ঠা ও সবার জন্য ন্যায়বিচার নিশ্চিত করতে কাজ করে যাচ্ছে। আমাদের লক্ষ্য হচ্ছে গণতন্ত্রকে সুরক্ষা এবং দেশে আইনের শাসন প্রতিষ্ঠা করা, যাতে জনগণ ন্যায়বিচার পায়।’
তিনি আরও বলেন, সরকার সব শ্রেণি-পেশার মানুষের জন্য ন্যায়বিচার নিশ্চিতের চেষ্টা করে যাচ্ছে। বিচার বিভাগের সার্বিক উন্নয়নের জন্য বর্তমান সরকারের গৃহীত বিভিন্ন পদক্ষেপের কথা উল্লেখ করে তিনি বলেন, নির্যাতিত নারী, শিশু ও অ্যাসিড হামলার শিকারসহ সকলে যাতে সুবিচার পায়, আমরা সে লক্ষ্যে কাজ করে যাচ্ছি। ১৯৯৬ সালে ক্ষমতায় আসার পর বিচার বিভাগকে আরও শক্তিশালী করতে, সংবিধানের কার্যকারিতা নিশ্চিতে উদ্যোগ নিয়েছে সরকার। আইনজীবীরা প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্মার্ট বাংলাদেশ গঠনে কাজ করে যাবে। সকল সদস্যদের ধন্যবাদ জানিয়ে তিনি সবাইকে একসাথে ঐক্যবদ্ধ থেকে কাজ করার অনুরোধ করেন এবং জেলা পরিষদ চেয়ারম্যান নির্বাচনের সময় সহযোগিতার জন্য সবার প্রতি কৃতজ্ঞতা জানান।
জেলা আইনজীবী সমিতির সভাপতি এডভোকেট আবু মোহাম্মদ হাশেমের নেতৃত্বে এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক এডভোকেট এ এম জিয়াউদ্দিন, বিলকিছ আরা মিতু, মো. আব্দুল্লাহ আল-মামুন, মোস্তফা করিম, খোরশেদ আলম, আইনুল কামাল, তৌহিদুল ইসলাম, রোকনুজ্জামান মুন্না, লায়লা নূর, সেলিনা আকতার, তৌহিদুল বারী চৌধুরী, জাহিদুল ইসলাম চৌধুরী, সালাহ্উদ্দিন মনসুর চৌধুরী রিমু, এরশাদুর রহমান, আজিজ উদ্দিন হায়দার প্রমুখ। খবর বিজ্ঞপ্তির