আইনজীবীদের সাথে মতবিনিময়ে আ জ ম নাছির উদ্দীন

22

আসন্ন চট্টগ্রাম-৮ সংসদীয় আসনে উপ-নির্বাচনকে কেন্দ্র করে চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি পাবলিক প্রসিকিউটর, চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক এডভোকেট শেখ ইফতেখার সাইমুল চৌধুরী আহব্বায়ক এবং এডভোকেট অধ্যাপক মোহাম্মদ তৈয়ব আলি ইব্রাহিম কিরন কে সদস্য সচিব করে ১০১ সদস্য বিশিষ্ট আইন সহায়তা সেল গঠন করা হয়। এই সেলের কার্যামের উদ্বোধনী অনুষ্ঠান গত ১২ এপ্রিল চান্দগাঁও আবাসিক এলাকায় এ ব্লকস্থ প্রধান নির্বাচনী কার্যালয়ে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সাবেক সফল মেয়র, চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ.জ.ম. নাছির উদ্দিন।
এতে বক্তব্য রাখেন আসন্ন সংসদ উপ-নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী নোমান আল মাহমুদ, চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক চৌধুরী হাসান মাহমুদ হাসনী, কাউন্সিলর হাসান মুরাদ বিপ্লব, সিনিয়র আইনজীবী বীর মুক্তিযোদ্ধা আবু মোহাম্মদ হাসেম, এডভোকেট মধুসূদন দাশ, এডভোকেট শাকিল আজম, এডভোকেট আফতাব উদ্দিন, এডভোকেট কামরুল আযম চৌধুরী টিপু, এডভোকেট টিপু শীল জয়দেব, এডভোকেট ইফতেখার উদ্দীন, এডভোকেট মো. সেলিম আনছার রানা, এডভোকেট মো. সাইফুদ্দীন টুটুল, এডভোকেট মিঠুন কান্তি দে, এডভোকেট কাঞ্চন বিশ্বাস, এডভোকেট সেলিম চৌধুরী, এডভোকেট মোহাম্মদ কায়সার, এডভোকেট মো. আকতারুজ্জামান রুমেল, এডভোকেট হাসান উল্লাহ মাজেদ, এডভোকেট মিঠুন বিশ্বাস, এডভোকেট রাজিব মল্লিক, এডভোকেট রায়হান-উল-ইসলাম, এডভোকেট প্রবাল শীল, এডভোকেট শহীদুল ইসলাম, এডভোকেট শামসুল হক টিটু, এডভোকেট সাজ্জাদ হোসেন সিবলু, এডভোকেট আজাহারুল হক প্রমুখ।