আইকিউএসি’র ব্রিফিং অনুষ্ঠানে চবি উপাচার্য বিশ্বমানের শিক্ষা নিশ্চিত করাই আমাদের লক্ষ্য

4

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কোয়ালিটি এস্যুরেন্স সেল (আইকিউএসি) এর উদ্যোগে এত ব্রিফিং অনুষ্ঠান গতকাল বৃহস্পতিবার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় উপাচার্য দপ্তরের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন চবি উপাচার্য প্রফেসর ড. শিরীণ আখতার এবং বিশেষ অতিথির বক্তব্য রাখেন চবি উপ-উপাচার্য প্রফেসর বেনু কুমার দে। বক্তব্য রাখেন চবি রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) প্রফেসর এস এম মনিরুল হাসান।
উপাচার্য বলেন, শিক্ষার্থীদেরকে বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবেলায় যুগোপযোগী ও দক্ষ করে গড়ে তুলতে শিক্ষার মান অধিকতর বাড়াতে হবে। তিনি বলেন, শিক্ষার মান নিয়ে কোনো আপোষ নয়। প্রতিযোগিতাপূর্ণ বিশ্বে শিক্ষার্থীরা যাতে প্রতিযোগিতা থেকে ছিটকে না পড়ে তার জন্য বিশ্বের উন্নত বিশ্ববিদ্যালয়গুলোর ক্যারিকুলামের সাথে সামঞ্জস্য রেখে বিশ্বমানের শিক্ষা নিশ্চিত করতে হবে। এতে শিক্ষার্থীরা যেমন প্রতিযোগিতায় নিজেদের অবস্থান সুদৃঢ় করতে পারবে, তেমনি আমাদের শিক্ষা প্রতিষ্ঠানও বিশ্ব র‌্যাঙ্ককিং এ সম্মানজনক জায়গা করে নিতে সক্ষম হবে। চবি আইকিউএসি’র পরিচালক প্রফেসর ড. মোহাম্মদ আবুল হোসাইন এর সভাপতিত্বে এবং আইকিউএসি’র অতিরিক্ত পরিচালনক ড. নঈম উদ্দিন হাসান আওরঙ্গজেব চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠিত ব্রিফিং সেশনে চবি সিন্ডিকেট সদস্যবৃন্দ, ডিনবৃন্দ, এফসি সদস্যবৃন্দ, কলেজ পরিদর্শক, চবি বিভিন্ন বিভাগ ও ইনস্টিটিউটের নির্ধারিত সভাপতি ও পরিচালকবৃন্দ, প্রক্টর এবং আইকিউএসি’র অতিরিক্ত পরিচালকবৃন্দ উপস্থিত ছিলেন। এতে আইকিউএসি’র বিগত একবছরের কার্যক্রম সম্পর্কে পাওয়ার পয়েন্ট প্রেজেনটেশন করেন আইকিউএসি’র অতিরিক্ত পরিচালক ড. সুমন গাঙ্গুলী। ব্রিফিং অনুষ্ঠানে প্রশ্নোত্তর সেসনে উপস্থিত শিক্ষকবৃন্দ আলোচনায় অংশগ্রহণ করে সুনির্দিষ্ট মতামত উপস্থাপন করেন। সবশেষে ধন্যবাদ সূচক বক্তব্য রাখেন আইকিউএসি’র অতিরিক্ত পরিচালক ড. মোহাম্মদ ওমর ফারুক। বিজ্ঞপ্তি