আইইইই চুয়েট স্টুডেন্ট ব্রাঞ্চের প্রতিযোগিতা

19

২০২০ সালে করোনা মহামারী যখন সব থমকে দেয়, তখন সমসাময়িক সমস্যার বাস্তব ও টেকসই সমাধান বের করার লক্ষ্যে জাতীয় পর্যায়ে অনলাইন প্ল্যাটফর্মে যাত্রা শুরু করে ‘ফেইস দ্য কেইস’ কম্পিটিশন। এরই ধারাবাহিকতায় ২০২১ সালে দেশের ১৬টি বিশ্ববিদ্যালয় থেকে ক্যাম্পাস রিপ্রেজেন্টেটিভ নিয়োগের মাধ্যমে এক নতুন উদ্যমে আরো বড় পরিসরে শুরু হয় ‘ফেইস দ্য কেইস ২.০’। গত ১২ জুন অনলাইন প্লাটফর্মে ফাইনাল রাউন্ড অনুষ্ঠিত হয়, যার পুরোটি লাইভ স¤প্রচারিত হয়েছে আইইই চুয়েট স্টুডেন্ট ব্রাঞ্চ ওফেইস দ্য কেস এর অফিশিয়াল ফেসবুক পেইজ থেকে। ফাইনালে বিচারক ছিলেন মো. জামান (লিডার অফ সলিউশন্স আর্কিটেকচার, আমাজন ওয়েব সিরিজ), আক্কাস উদ্দীন হক (সফটওয়্যার ইঞ্জিনিয়ার, গুগল) এবং অনিক সরকার (সফটওয়্যার ইঞ্জিনিয়ার, গুগল এলএলসি)। সবশেষে গত ১৪ জুন অনুষ্ঠিত হয় ‘গালানাইট’। এতে প্রধান অতিথি ছিলেন চুয়েট উপাচার্য অধ্যাপক ড. মো. রফিকুল আলম, বিশেষ অতিথি ছিলেন আইইইই বাংলাদেশ সেকশনের চেয়ার এবং বুয়েটের তড়িৎ কৌশল বিভাগের অধ্যাপক ড. সেলিয়া শাহনাজ, আইইইপিইএস হিউম্যানিটেরিয়ান এক্টিভিটিস কমিটির চেয়ার এবং বুয়েটের তড়িৎ কৌশল বিভাগের অধ্যাপক ড. শেখ ফাত্তাহ। প্রতিযোগিতায় পর্যবেক্ষক ছিলেন চুয়েটের কম্পিউটার বিজ্ঞান প্রকৌশল বিভাগের অধ্যাপক ড. মশিউল হক, তড়িৎ কৌশল বিভাগের সহযোগী অধ্যাপক ড. নূর মোহাম্মদ, কম্পিউটার বিজ্ঞান প্রকৌশল বিভাগের সহকারী অধ্যাপক লামিয়া আলম।
সবশেষে আইইইই চুয়েট স্টুডেন্ট ব্রাঞ্চের চেয়ার, জেনারেল সেক্রেটারি এবং ডব্লিউআইই এর চেয়ার বিজয়ী টিম ঘোষণা করেন। চ্যাম্পিন টিম হয় টিম এবসলিউট জিরো। ফাস্ট রানার্সআপ হয় টিম চেক মেইট এবং সেকেন্ড রানার্সআপ হয় টিম নাম ছিলোনা।