আইআইইউসি’র ২৫ বছর পূর্তি উৎসব আজ

2

আন্তর্জাতিক ইসলামী বিশ^বিদ্যালয় চট্টগ্রাম (আইআইইউসি) এর ২৫ বছর পূর্তি উৎসব এবং বোর্ড অব ট্রাস্টিজের ১১তম সাধারণ সভা অনুষ্ঠিত হতে যাচ্ছে আজ শনিবার। উক্ত অনুষ্ঠান সফলভাবে আয়োজন করেত যাবতীয় প্রস্তুতি সম্পন্ন করেছে আইআইইউসি কর্তৃপক্ষ। এজন্য পুরো আইআইইউসি ক্যাম্পাস সেজেছে নতুন সাজে।
জানা যায়, ২৫ বছর পূর্তি অনুষ্ঠানে সৌদি আরব, কুয়েত, কাতার, মিশর, তুরস্ক, যুক্তরাজ্য, আমেরিকা, ফ্রান্স, ইন্ডিয়াসহ বিভিন্ন দেশের ৬০ জন খ্যাতিমান শিক্ষাবীদ, সচিব, মন্ত্রী, উপমন্ত্রী, দাঈ ইলাল্লাহ, সমাজ সেবক যোগ দিচ্ছেন।
ইতিমধ্যে আইআইইউসি বোর্ড অব ট্রাস্টিজের জেনারেল অ্যাসেম্বেলির ১১তম সাধারণ সভার সভাপতি বিশ^ বিখ্যাত ইসলামিক স্কলার প্রফেসর ড. আব্দুল্লাহ বিন আব্দুল আজিজ আল মুসলিহ চট্টগ্রামে পৌঁছেছেন। গত বৃহস্পতিবার সন্ধ্যায় চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমান বন্দরে তাকে অভ্যর্থনা জানান আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রামের বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান প্রফেসর ড. আবু রেজা মুহাম্মদ নেজামুদ্দিন নদভী এমপি, আইআইইউসির উপাচার্য অধ্যাপক আনোয়ারুল আজিম আরিফ, আইআইইউসির বোর্ড অব ট্রাস্টিজের ভাইস চেয়ারম্যান প্রফেসর ড. কাজী দীন মুহাম্মদ, আইআইইউসির উপ-উপাচার্য প্রফেসর ড. মাসরুরুল মওলা, কন্ট্রোলার অব এক্সাম প্রফেসর ড. গিয়াস উদ্দিন হাফিজ, প্রফেসর ড. নাজমুল হক নদভীসহ অন্যান্য শিক্ষক ও কর্মকর্তাবৃন্দ।
বিমানবন্দরে প্রফেসর ড. আব্দুল্লাহ আল মুসলিহকে লাল গোলাপ শুভেচ্ছা জানানো হয়। বহুদিন পর আইআইইউসির অভিভাবককে কাছে পেয়ে সবাই আনন্দ প্রকাশ করেন।
আইআইইউসি’র ২৫ বছর পূর্তি উৎসব আয়োজন সম্পর্কে জানাতে গিয়ে বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান, প্রফেসর ড. আবু রেজা মুহাম্মদ নেজামুদ্দিন নদভী এমপি জানান, আইআইইউইসির ইতিহাসে অন্যতম সেরা আয়োজন হতে যাচ্ছে ২৫ বছর পূর্তি উৎসব। আইআইইউসিতে বহু বছর যাবত এই ধরনের প্রোগ্রাম অনুষ্ঠিত হয়নি। আলহামদুলিল্লাহ, এই অনুষ্ঠানে যোগ দিতে বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন বহু মন্ত্রী, সচিব, শিক্ষবিদ ও সমাজ সেবকরা ইতিমধ্যে বাংলাদেশে পদার্পণ করেছেন। আপনারা জেনেছেন যে, আন্তর্জাতিক ইসলামিক ব্যাক্তিত্ব প্রফেসর ড. আব্দুল্লাহ বিন আব্দুল আজিজ আল মুসলিহ, আন্তর্জাতিক ইসলামিক স্কলার ড. আকরাম নদভী, কিং আব্দুল আজিজ ইউনিভার্সিটির গ্রাজুয়েট স্টাডিজের ডিন প্রফেসর ড. সউদ আল সুলামিসহ অন্যান্য মেহমানবৃন্দ ইতিমধ্যে বাংলাদেশে এসেছেন। অনুষ্ঠান উপলক্ষ্যে পুরো আইআইইউসি ক্যাম্পাসকে নতুন করে সাজানো হয়েছে। উক্ত অনুষ্ঠানে সরকারি-বেসরকারি বিভিন্ন শ্রেণি পেশার ভিআইপি ব্যক্তিত্বগণকে দাওয়াত প্রদান করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষক, বিভিন্ন বিভাগের অ্যালামনিসহ প্রায় ১৫ শত মেহমান ২৯ অক্টোবর আইআইইউসির ২৫ বছর পূর্তি উৎসবে যোগ দিচ্ছেন।
২৫ বছর পূর্তি উৎসব আয়োজন কমিটির আহবায়ক ও বোর্ড অব ট্রাস্টিজের ভাইস চেয়ারম্যান প্রফেসর ড. কাজী দীন মুহাম্মদ বলেন, আলহামদুলিল্লাহ, ২৫ বছর পূর্তি উৎসব ও বোর্ড অব ট্রাস্টিজের ১১তম সাধারণ সভা আয়োজনের সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে।
২৯ অক্টোবর শনিবার বিশ^বিদ্যালয়ের অডিটরিয়মে ২৫ বছর পূর্তি অনুষ্ঠান হবে সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত। সন্ধ্যার পর হোটেল রেডিসন বøু তে বোর্ড অব ট্রাস্টিজের ১১তম সাধারণ সভার প্রথম অধিবেশন এবং ৩০ অক্টোবর রবিবার গলফ ক্লাবে দ্বিতীয় অধিবেশন অনুষ্ঠিত হবে। বিজ্ঞপ্তি