আইআইইউসিতে বিজ্ঞান অলিম্পিয়াডের বাছাইপর্ব

13

 

বাংলাদেশ বিজ্ঞান একাডেমির উদ্যোগে বিভাগীয় বিজ্ঞান অলিম্পিয়াড বাছাইপর্ব গত শুক্রবার আইআইইউসি ক্যাম্পাসে অনুষ্ঠিত হয়। ক্যাম্পাসে জাতীয় পতাকা উত্তোলন ও জাতীয় সংগীতের মাধ্যমে বিভাগীয় বিজ্ঞান অলিম্পিয়াডের উদ্বোধক ট্রেজারার প্রফেসর ড. মুহাম্মদ হুমায়ুন কবির। তিনি বলেন, আজকে তোমরা এখানে নিজেদের যোগ্যতায় বিজ্ঞান অলিম্পিয়াডে অংশগ্রহণ করছো। এসময় উপস্থিত ছিলেন প্রফেসর ড. এম দেলোয়ার হোসেন, ব্যাংকার কামাল উদ্দিন, মোহাম্মদ হাফিজুর রহমান। পরে কেন্দ্রীয় অডিটরিয়ামে বিভাগীয় বাছাইকৃত শিক্ষার্থীদের মাঝে সনদ বিতরণ অনুষ্ঠিত হয়। এতে সম্মানিত অতিথি ছিলেন মার্কিন যুক্তরাষ্ট্রের প্রফেসর ড. কালা মিয়া। সনদ বিতরণী অনুষ্ঠান প্রফেসর ড. এম দেলোয়ার হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এতে বিশেষ অতিথি ছিলেন রেজিস্ট্রার এএফএম আক্তারুজ্জামান কায়সার, প্রফেসর ড. মুনিরুল ইসলাম, প্রফেসর ড. মাহি উদ্দিন, প্রফেসর ড. একেএম মাসুম, ড. সিকদার সানবিম চৌধুরী, প্রফেসর ড. ইঞ্জিনিয়ার মুহাম্মদ আবু ইউসুফ, ইঞ্জিনিয়ার মো. জসিম উদ্দিন। আগামী ১১ ফেব্রæয়ারি ঢাকা বিশ্ববিদ্যালয়ের কার্জন হলে চূড়ান্ত পর্ব অনুষ্ঠিত হবে।