আইআইইউসিতে চট্টগ্রাম বিভাগীয় বিজ্ঞান অলিম্পিয়াড

2

বাংলাদেশ বিজ্ঞান একাডেমির উদ্যোগে বিএএস-এফএসআইবিএল বিজ্ঞান অলিম্পিয়াড-২০২৩ এর বিভাগীয় বাছাইপর্ব গত শুক্রবার দিনব্যাপী আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম (আইআইইউসি) ক্যাম্পাসে অনুষ্ঠিত হয়। ক্যাম্পাসে জাতীয় পতাকা উত্তোলন ও জাতীয় সংগীতের মাধ্যমে অলিম্পিয়াডের সূচনা হয়। অনুষ্ঠানের উদ্বোধন করেন আইআইইউসি’র ট্রেজারার প্রফেসর ড. মুহাম্মদ হুমায়ুন কবির।
উদ্বোধনী বক্তব্যে তিনি উপস্থিত শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, ‘আজকে তোমরা এখানে নিজেদের যোগ্যতায় এই অলিম্পিয়াডে অংশগ্রহণ করছো। আশা করি এই যোগ্যতাকে অক্ষুণ্ণ রেখে একদিন তোমরা বিশ্বের বিভিন্ন জায়গায় পৌঁছে নিজেদের সাফল্যমন্ডিত করবে ও দেশের জন্য সুনাম অর্জন করবে।’
এসময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিভাগীয় বিজ্ঞান অলিম্পিয়াডের সমন্বয়ক এবং আইআইইউসি আইকিউএসি এর ডিরেক্টর প্রফেসর ড. এম দেলোয়ার হোসেন ও বিভিন্ন ফ্যাকাল্টির শিক্ষকবৃন্দ, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের এক্সিকিউটিভ ভাইস-প্রেসিডেন্ট ও সাউথ জোনের হেড মোহাম্মদ কামাল উদ্দিন, নর্থ জোনের হেড মোহাম্মদ হাফিজুর রহমান। এরপর অলিম্পিয়াডে অংশগ্রহণকারী শিক্ষার্থীরা পরীক্ষায় অংশগ্রহণ করে। পরে আইআইইউসি’র কেন্দ্রীয় অডিটোরিয়ামে অলিম্পিয়াডের বাছাইকৃত শিক্ষার্থীদের মাঝে সনদ বিতরণ অনুষ্ঠিত হয়। এতে অতিথি ছিলেন মার্কিন যুক্তরাষ্ট্রের ইয়র্ক কলেজ অফ পেনসিলভানিয়ার ডিপার্টমেন্ট অফ ইলেকট্রিক্যাল এন্ড ইঞ্জিনিয়ারিং এর ডিরেক্টর প্রফেসর ড. কালা মিয়া।
অনুষ্ঠানে প্রফেসর ড. কালা মিয়া বলেন, ‘যারা আজকে এই অলিম্পিয়াডে অংশগ্রহণ করেছো সবাই এদেশের ভবিষ্যৎ। আমি নিজেও বিজ্ঞানের একজন ছাত্র ছিলাম। জীবনে কখনোই আত্মতুষ্টিতে ভোগা যাবে না, জ্ঞান অর্জনের ক্ষুধাকে সবসময় বাঁচিয়ে রাখতে হবে। তাহলেই জীবনে সফলতা আসবে।’
সনদ বিতরণী অনুষ্ঠানে প্রফেসর ড. এম দেলোয়ার হোসেনের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন আইআইইউসি’র রেজিস্ট্রার এএফএম আক্তারুজ্জামান কায়সার, সাইন্স ফ্যাকাল্টির ভারপ্রাপ্ত ডিন প্রফেসর ড. মুনিরুল ইসলাম, টিএমডির চেয়ারম্যান প্রফেসর ড. মাহি উদ্দিন, সিএসই ডিপার্টমেন্টের চেয়ারম্যান প্রফেসর ড. একেএম মাসুম, ইইই ডিপার্টমেন্টের চেয়ারম্যান ড. সিকদার সানবিম চৌধুরী, সিভিল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের চেয়ারম্যান প্রফেসর ড. ইঞ্জিনিয়ার মুহাম্মদ আবু ইউসুফ, ইটিই ডিপার্টমেন্টের এসোসিয়েট প্রফেসর ও চট্টগ্রাম বিভাগীয় বিজ্ঞান অলিম্পিয়াড অর্গানাইজিং কমিটির সদস্য সচিব ইঞ্জিনিয়ার মো. জসিম উদ্দিন।
অলিম্পিয়াডে মাধ্যমিক (নবম-দশম শ্রেণি ও সমমান) এবং উচ্চ মাধ্যমিক (একাদশ-দ্বাদশ শ্রেণি ও সমমান) এ দুই গ্রুপে অনুষ্ঠিত হয়। পদার্থবিজ্ঞান, রসায়নবিজ্ঞান, জীববিজ্ঞান ও গণিত থেকে সৃজনশীল প্রশ্নের মাধ্যমে শিক্ষার্থীদের মেধা যাচাই করা হয়। এই প্রতিযোগিতায় চট্টগ্রাম বিভাগের সর্বমোট ১০৫টি স্কুল-কলেজ থেকে মোট ৫৪৩ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে। তার মধ্যে ৭৫টি স্কুল থেকে ৩৭০ জন এবং ৩০টি কলেজ থেকে ১৭৩ জন শিক্ষার্থী। অলিম্পিয়ার্ডে মেধা অনুযায়ী ২৫ জন শিক্ষার্থী নির্বাচিত হয়েছে, যারা আগামী ১১ ফেব্রুয়ারি ঢাকা বিশ্ববিদ্যালয়ের কার্জন হলে চূড়ান্তপর্বে অংশগ্রহণ করবে। খবর বিজ্ঞপ্তির