অ্যালামনাই অব মেরিন সায়েন্সেস চবি’র পুনর্মিলনী

84

“এসো ভ্রমি সমুদ্র সলিলে, মুক্তা আনি হেসে খেলে” শীর্ষক প্রতিপাদ্যকে ধারণ করে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ঐতিহ্যবাহী ফ্যাকাল্টি অব মেরিণ সায়েন্সেসের প্রাক্তন শিক্ষার্থীরা দু’দিনব্যাপী মিলনমেলা সাজিয়েছেন চট্টগ্রামনগরীর স্বাধীনতা কমপ্লেক্স ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সবুজ ক্যাম্পাসে। গত ২০ ডিসেম্বর শুক্রবার বিকেলে স্বাধীনতা কমপ্লেক্সের দরবার হল পার্কে এ পুনর্মীলনী উদ্বোধন হয়। অ্যালামনাই অবমেরিন সায়েন্সস চ,বি (অগঝঈট) এর আহবায়ক মিয়া রফিক হোসেন রঞ্জন এর সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে ইন্সষ্টটিউটের শিক্ষক অধ্যাপক ডঃ মোঃ আব্দুল কাদের, অধ্যাপক ডঃ ননী গোপাল দাশ সহ ফ্যাকাল্টির শিক্ষকবৃন্দ অ্যালামনাই’র নেতৃবৃন্দসহ প্রায় সমহ¯্রাধিক প্রাক্তন শিক্ষার্থী তাদের পরিবার পরিজন নিয়ে উপস্থিত ছিলেন। ব্যাপক উচ্ছ¡াস ও আনন্দঘন পরিবেশে অনুষ্ঠিত এ উদ্বোধনী অনুষ্ঠানের শুরুতে পবিত্র ধর্মগ্রন্থের পাঠ শেষে জাতীয় সংগীত পরবেশন, মহান মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা ও ফ্যাকাল্টির শিক্ষক-কর্মচারি ও শিক্ষার্থীর মধ্যে যারা মৃতবরণ করেছেন তাদের প্রতি গভীর শোক প্রকাশ করে আত্মার শান্তির জন্য দোয়া করা হয়। এরপর শিক্ষক ও প্রাক্তন শিক্ষার্থীদের স্মৃতিচারণ ও আলোচনাসভা অনুষ্ঠিত হয়। পরে শিক্ষার্থী আমন্ত্রিত শিল্পীদের পরিবেশনায় গান, বিভাগের সতীর্থদের আড্ডা এবং কমপ্লেক্স ঘোরাঘুরির মাধ্যমে প্রথমদিন অতিবাহিত করেন। স্মৃতিচারণ অনুষ্ঠানে বক্তরা বলেন, ১৯৭৩ সালে চট্টগ্রাম নগরীর সদরঘাট থেকে এ মেরিন সায়েন্স বিভাগের সূচনা। তা আজ ফলেফুলে মহিরুহ ধারণ করেছে। বর্তমান সরকার যে বিশাল সমুদ্র জয় করেছে, তাতে আমাদের সমুদ্র সম্পদ আহরণের ব্যাপ্তী বেড়েছে। এ অবস্থায় দেশের গন্ডিতে এ ফ্যাকাল্টির গুরুত্ব দিনের পর দিন বাড়ছে। বক্তারা প্রাক্তন শিক্ষার্থীদের এ প্রথমবারের মত মিলনমেলার আয়োজনের জন্য ধন্যবাদ জানিয়ে বক্তরা বলেন, এ জাতীয় কর্মসূচি যেন অব্যাহত থাকে আমাদের সকলকে সেই চেষ্টায় চালিয়ে যেতে হবে। বিজ্ঞপ্তি