অস্ত্র মামলায় একজনের ১৭ বছর কারাদন্ড

6

নিজস্ব প্রতিবেদক

অস্ত্র উদ্ধারের মামলায় এক ব্যক্তিকে ১৭ বছরের কারাদন্ড দিয়েছে আদালত। গতকাল রোববার চট্টগ্রাম মহানগর দায়রা জজ আজিজ আহমেদ ভুঞা এ রায় ঘোষণা করেন। দন্ডাদেশপ্রাপ্ত সৈয়দ হোসেন ওরফে ফারুক রাঙ্গুনিয়া উপজেলার বাসিন্দা।
রাষ্ট্রপক্ষের আইনজীবী জেলা পিপি ইফতেখার সাইমুল চৌধুরী জানান, অস্ত্র রাখার অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় সৈয়দকে অস্ত্র আইনের দুটি আলাদা ধারায় ১০ বছর ও ৭ বছর করে করাদন্ডাদেশ দেন বিচারক। উভয় সাজা একসঙ্গে চলবে।
মামলার বিবরণে জানা গেছে, রাউজান উপজেলার রাবার বাগান এলাকার একটি রেস্তোরাঁর সামনে গত বছরের ৭ নভেম্বর রাতে সিএনজি-অটোরিকশা তল্লাশি করে সৈয়দের বাজারের ব্যাগ থেকে একটি একে-২২ রাইফেল, আটটি বুলেট, একটি এলজি ও চারটি কার্তুজ উদ্ধার করে র‌্যাব সদস্যরা।
এই ঘটনায় রাউজান থানায় অস্ত্র আইনে একটি মামলা করা হয়। গত বছর ৭ ডিসেম্বর সৈয়দ হোসেনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেওয়া হয়। এ বছরের ১৯ মে আসামির বিরুদ্ধে অভিযোগ গঠনের পর রোববার রায় ঘোষণা করা হল।