অস্ট্রেলিয়া সিরিজেই আসল পরীক্ষা শামীমের

9

 

আন্তর্জাতিক ক্রিকেটে পা রেখেই রীতিমতো হিরো বনে গেছেন শামীম। যেমনটি দেখা গিয়েছিল তরুণ আফিফ হোসেন, নাঈম শেখ, নাজমুল হোসেন শান্তসহ একাধিক ক্রিকেটারের ক্ষেত্রে। তবে তারা এখনো নিজেদের অবস্থায় শক্ত করতে পারেননি দলে। নিজেকে হারিয়ে খোঁজায় ব্যস্ত সময় কাটাচ্ছেন। জিম্বাবুয়ের বিপক্ষে দুই ম্যাচ খেলেই আশার পালে হাওয়া দিচ্ছেন শামীম। তাকে নিয়ে আলোচনা ক্রিকেট মহলে। নিজের অভিষেক ম্যাচে ১৩ বলে ২৯ রানের ঝড়ো ইনিংস খেললেও ম্যাচ জেতাতে পারেননি। দ্বিতীয় আন্তর্জাতিক ম্যাচে জিম্বাবুয়ের দেওয়া ১৯৪ রানের লক্ষ্য টপকাতে নেমে আবারও ব্যাট হাতে ঝড় তোলেন। খেলেন ১৫ বলে ৩১ রানের হার না মানা ইনিংস। এতে ৫ উইকেটের জয়ের পাশাপাশি সিরিজ জেতে টাইগাররা।
শামীম হয়ে যান উদযাপনের শিরোমণি। সতীর্থ থেকে সমর্থক, সবার প্রশংসা বন্যায় ভাসেন। জাতীয় দলের সাবেক অধিনায়ক আশরাফুল বলেন, ‘শামীমের ব্যাটিং আমার কাছে খুবই ভালো লাগছে। ও সাধারণত ঘরোয়া ক্রিকেটে যেভাবে খেলে, আন্তর্জাতিক ক্রিকেটেও সেভাবেই ব্যাটিং করছে। একই রকম মানসিকতা নিয়ে খেলছে। এটা দেখে খুবই ভালো লাগছে। এখন দেখার বিষয় হবে অস্ট্রেলিয়ার বিপক্ষে কিভাবে সামাল দেয়। তার আসল পরীক্ষা আসন্ন অস্ট্রেলিয়া সিরিজে।’