অসুস্থ স্কুলছাত্রের পাশে দাঁড়ালো বাঁশখালী আ.লীগ

19

বাঁশখালী উপজেলা সদরে অবস্থিত মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণীর ছাত্র নির্ঝর চক্রবর্ত্তী। লিভার, কিডনী ও হার্ট সমস্যায় দীর্ঘদিন ধরে ভুগছে শিশুটি। শিশুটি যখন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের হৃদরোগ বিভাগে করোনারি কেয়ার ইউনিট (সিসিইউ) চিকিৎসাধীন তখন শিশুটির পিতা পুলক চক্রবর্ত্তী সড়ক দুর্ঘটনার শিকার হয়ে স্ট্রেচার নিয়েই হাঁটছেন।
এমন দুঃসময়ে পরিবারটির পাশে দাঁড়িয়েছেন বাঁশখালী উপজেলা আওয়ামী লীগ। গতকাল সন্ধ্যায় চমেক হাসপাতালে চিকিৎসাধীন শিশুটিকে দেখতে যান বাঁশখালী আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যাপক আব্দুল গফুরসহ নেতৃবৃন্দ। এসময় চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের কোষাধ্যক্ষ ও দৈনিক পূর্বদেশ সম্পাদক মুজিবুর রহমান সিআইপির সহায়তায় শিশুটির বাবা-মার হাতে চিকিৎসা সহায়তার অর্থ তুলে দেন উপস্থিত আওয়ামী লীগ নেতারা। এসময় অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক শ্যামল কান্তি দাশ, সাধনপুর আওয়ামী লীগের সভাপতি আমানউল্লাহ চৌধুরী, কালীপুর আওয়ামী লীগের সভাপতি সার্জেন্ট (অব.) জাফর আহমদ, সাংবাদিক রাহুল দাশ নয়ন, ছাত্রনেতা আব্দুল কাদের রিমনসহ অন্যান্যরা। এসময় শিশুটির পিতা পুলক চক্রবর্ত্তী বলেন, ‘আমার এক ছেলে এক মেয়ে। মেয়েটি কলেজে পড়লেও ছেলেটি পঞ্চম শ্রেণীতে লেখাপড়া করে। হঠাৎ একদিন ছেলে অসুস্থ হয়ে পড়লে চিকিৎসকের শরনাপন্ন হই। তখনই চিকিৎসক জানালেন আমার ছেলের শরীরে বিরল রোগ বাসা বেঁধেছে। এরপর থেকে হাসপাতালের সিসিইউতে আছে। আমি নিজেও সড়ক দুর্ঘটনায় পা ভেঙেছি। যে কারণে আমার পক্ষে ঠিকমতো চিকিৎসা চালানো সম্ভব হচ্ছে না। এই দুঃসময়ে উপজেলা আওয়ামী লীগ আমার পাশে দাঁড়ানোয় কৃতজ্ঞতা প্রকাশ করছি। সমাজের অন্যান্য বিত্তবানরাও আমার পাশে দাঁড়ালে কৃতজ্ঞ থাকবো।’