অসুস্থ চিকিৎসকদের বিএমএ’র অনুদান

20

বাংলাদেশ মেডিকেল এসোসিয়েশন, চট্টগ্রাম শাখার উদ্যোগে চিকিৎসক ও চিকিৎসক পরিবার সহায়তা তহবিল হতে গত ১৮ সেপ্টেম্বর চট্টগ্রাম বিএমএ ভবন অডিটোরিয়াম এ এক অনাড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে দুরারোগ্য রোগে আক্রান্ত চিকিৎসকদের চেক প্রদান করা হয়। রাত ৯টায় অনুষ্ঠিত এই অনুষ্ঠানের মাধ্যমে বীর মুক্তিযোদ্ধা বিশিষ্ট শিশু সার্জারী বিশেষজ্ঞ ডা. মো. আলাউদ্দিন আহমেদকে বাইপাস সার্জারির জন্য এবং চট্টগ্রাম মেডিকেল কলেজ এর ৩০তম ব্যাচের চিকিৎসক কাফকোর চীফ মেডিকেল অফিসার ডা. তরুন তপন বড়ুয়াকে লিউকেমিয়া রোগের চিকিৎসার জন্য দুই লক্ষ করে চার লক্ষ টাকার চেক প্রদান করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিএমএ এর চারবারের নির্বাচিত সাধারণ সম্পাদক, বিএমএ ভবন ট্রাস্টি বোর্ডের সাবেক চেয়ারম্যান অধ্যাপক ডা. এ কিউ এম সিরাজুল ইসলাম, চট্টগ্রাম বিএমএ এর সভাপতি ও ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক ডা. মুজিবুল হক খান, সাধারণ সম্পাদক ও ট্রাস্টি বোর্ডের কোষাধ্যক্ষ ডা. মো. ফয়সল ইকবাল চৌধুরী, বিএমএ কোষাধ্যক্ষ ডা. আরিফুল আমীন, যুগ্ম সম্পাদক ডা. রবিউল করিম। চিকিৎসকবান্ধব চট্টগ্রাম বিএমএ হতে প্রথম বারের মতো দুরারোগ্য রোগে আক্রান্ত চিকিৎসকদের সহায়তা প্রদান করা হয়। এই অনুষ্ঠানে চিকিৎসক ও চিকিৎসক পরিবার সহায়তা তহবিল হতে কোভিডে আক্রান্ত হয়ে অকালে মৃত্যুবরণকারী অসহায় চিকিৎসকদের সহায়তা প্রদানের সিদ্ধান্ত গ্রহণ করা হয়। বিজ্ঞপ্তি