অসি ক্রিকেটার দেশে ফেরা মানা মালদ্বীপে আশ্রয়!

4

নিজের দেশেই ফেরার উপায় নেই! কি একটা অস্বস্তিকর অবস্থায় পড়লেন আইপিএলে আসা অস্ট্রেলিয়ান ক্রিকেটার, কোচ, সাপোর্ট স্টাফরা। ভারতে করোনার ভয়াবহতায় সেই দেশ থেকে সব ধরনের ফ্লাইট বন্ধ করে দিয়েছে অস্ট্রেলিয়ান সরকার। নতুন নিয়ম অনুযায়ী, অস্ট্রেলিয়ায় নামার ১৪ দিন আগেও ভারত ছিলেন এমন নাগরিকদের সোমবার থেকে দেশে প্রবেশ নিষিদ্ধ করা হয়েছে। এই নিয়ম না মানলে সাজা হিসেবে পাঁচ বছর পর্যন্ত জেল কিংবা ৬৬ হাজার অস্ট্রেলিয়ান ডলার জরিমানা অথবা উভয় দন্ডই জুটতে পারে। এই কঠোর নিষেধাজ্ঞা বলবৎ থাকবে কমপক্ষে ১৫ মে পর্যন্ত। এদিকে আইপিএলও স্থগিত হয়ে গেছে। জানা গেছে, ভারতে আইপিএলে আটকে পড়া অস্ট্রেলিয়ানরা দেশে ফিরতে না পেরে বাধ্য হয়েই এই কদিন আশ্রয় নিতে পারেন মালদ্বীপে। আইপিএলে দায়িত্ব পালন করা অস্ট্রেলিয়ান ধারাভাষ্যকার মাইকেল স্ল্যাটার ইতিমধ্যে মালদ্বীপে পারি জমিয়েছেন। তার পথ ধরেই বাকিরাও সেখানে পৌঁছে যাওয়ার পরিকল্পনা করছেন বলে জানিয়েছে অস্ট্রেলিয়ার কয়েকটি গণমাধ্যম। ব্যতিক্রম হতে পারেন কেবল অস্ট্রেলিয়ান অলরাউন্ডার ড্যান ক্রিশ্চিয়ান। ইংলিশ কাউন্টিতে খেলতে দুবাইয়ে থেকে তারপর যুক্তরাজ্যে যাওয়া লাগতে পারে তার।