অসাম্প্রদায়িক সমাজ প্রতিষ্ঠায় গীতা শিক্ষার ভূমিকা অনস্বীকার্য

132

বাগীশিক ফেনী জেলা সংসদের আওতাধীন ফুলগাজী উপজেলা সংসদের অধীনে জি.এম হাট ইউনিয়নের লক্ষীপুর গ্রামে পাটোয়ারী বাড়ীতে উজ্জীবিত সনাতনী যুব ও ছাত্র সমাজের উদ্যোগে গীতা স্কুলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গীতা উৎসব, শ্রীমদ্ভগবদ্গীতা পাঠ, ধর্মসম্মেলন ও সাংস্কৃতিক অনুষ্ঠান গত ১৫ নভেম্বর অনুষ্ঠিত হয়। সংগঠক সজীব দত্ত (সৌরভ) ও শংকর চন্দ্র নাথের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে উদ্বোধক ছিলেন কুমিল্লার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট চন্দন কান্তি নাথ এবং ঢাকা মহানগর মতিঝিল থানা শাখার সার্বজনীন পূজা পরিষদের সাধারণ সম্পাদক জহরলাল কুমার দেবনাথ। বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের অবসরপ্রাপ্ত অফিসার তপন কুমার শীলের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ গীতা শিক্ষা কমিটি (বাগীশিক) কেন্দ্রীয় সংসদের সাধারণ সম্পাদক ডা. অঞ্জন কুমার দাশ। বিশেষ অতিথি ছিলেন বাগীশিক কেন্দ্রীয় সংসদের সহ-সাধারণ সম্পাদক প্রকৌশলী সুমন সেন, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক অঞ্জন দাশ, অধ্যাপক নিপুন কুমার দাশ, বাগীশিক ঢাকার মায়াকানন শাখার কোষাধ্যক্ষ জয়ন্ত কুমার রায়, ভাগবত ও গীতা প্রশিক্ষক চৈতন্য প্রসাদ গোস্বামী। গীতাপাঠ পরিবেশন করেন গীতাপাঠক মিশন দত্ত। ধর্মীয় সঙ্গীত পরিবেশন করেন প্রকৌশলী সুমন সেন, তন্দ্রা সিনহা, অর্পিতা পাটোয়ারী। নৃত্য পরিবেশন করেন তর্ণা পাটোয়ারী। অনুষ্ঠানে বক্তারা বলেন, গীতা সার্বজনীন ধর্মগ্রন্থ ও মানবীয় দর্শন। বাগীশিক গীতা শিক্ষা দিয়ে দেশ, মাটি ও মানুষকে ভালবাসতে শিক্ষাই ও সুন্দরের পথ দেখায়। অসাম্প্রদায়িক সমাজ প্রতিষ্ঠায় গীতা শিক্ষার ভূমিকা অনস্বীকার্য। বিজ্ঞপ্তি