অসাম্প্রদায়িক রাষ্ট্র বিনির্মাণে কাজ করছে সরকার

21

উত্তর কাট্টলী শ্রী শ্রী রক্ষা কালীবাড়ী প্রাঙ্গণে করোনাকালীন সরকার নির্দেশিত স্বাস্থ্য বিধি মেনে সম্পূর্ণ মাঙ্গলিক আযোজনে উদযাপিত হচ্ছে বাসন্তী পূজা। পূজা পরিদর্শনে গিয়ে সাংসদ দিদারুল আলম বলেন বর্তমান করোনাকালীন সময়ে অনাড়ম্বর ভাবে সকল কিছু আমাদের পালন করতে হবে। একটি অসাম্প্রদায়িক রাষ্ট্র গঠনের জন্য মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে বর্তমান সরকার কাজ করে যাচ্ছেন। প্রত্যেক সম্প্রদায় তাদের সকল ধর্মীয় উৎসব যথাযথ মর্যাদায় পালন করে যাচেছন। উৎসব উদযাপন পরিষদের সকল সদস্য সাংসদকে ফুল দিয়ে বরণ করে নেন। উপস্থিত ছিলেন ইঞ্জিনিয়ার কৃষ্ণ ভজন আচার্য্য, ইঞ্জিনিয়ার তরুণ তপন দত্ত, যামীনি কুমার দে, কনকন দাশ শর্মা, সুভাষ দাশ, সুবাস চন্দ্র দে, ডাঃ মুকেশ কুমার দত্ত, উজ্জ্বল কান্তি দে, শহীদুল ইসলাম চৌধুরী, সংগঠক টুনটু দাশ বিজয়, উৎসব উদ্যাপন পরিষদের আহবায়ক মিঠু বণিক, রঞ্জন দাশ , তন্ময় দত্ত বিভু দত্ত, ছাত্রনেতা চিম্ময় দত্ত, সহ আমরা কাট্টলীবাসী সংগঠনের নেতৃবৃন্দ । প্রতিবছর অষ্টমী স্মান উপলক্ষে হাজার হাজার তীর্থযাত্রী উক্ত অনুষ্ঠানে উপস্থিত থাকেন। এইবার করোনাকালীন সময়ের কারণে মাঙ্গলিক আয়োজনে সীমিত আকারে সকল অনুষ্ঠানাদি সম্পন্ন হচ্ছে। বিজ্ঞপ্তি