অসাম্প্রদায়িক বাংলাদেশ প্রতিষ্ঠায় সরকার বদ্ধপরিকর: পেয়ারুল

5

লালদিঘি পাড়স্থ চট্টগ্রাম জেলা পরিষদের অস্থায়ী কার্যালয়ে সীতাকুÐ মেলা কমিটির আসন্ন শিব চতুর্দশী ও দোল পূর্ণিমা মেলা উপলক্ষে নেতৃবৃন্দ বৃহস্পতিবার বিকাল ৩টায় চট্টগ্রাম জেলা পরিষদ চেয়ারম্যান এটিএম পেয়ারুল ইসলামকে ফুলেল শুভেচ্ছা জানান ও সৌজন্য সাক্ষাতে মিলিত হন।
এটিএম পেয়ারুল ইসলাম বলেন, বঙ্গবন্ধুর স্বপ্নের অসাম্প্রদায়িক সোনার বাংলাদেশ প্রতিষ্ঠায় সরকার জাতি-ধর্ম, বর্ণ নির্বিশেষে সব ধর্মের মানুষের কল্যাণে কাজ করছে। জাতির পিতার স্বপ্ন ছিল এমন এক অসাম্প্রদায়িক বাংলাদেশ প্রতিষ্ঠা করা যেখানে সব ধর্মের মানুষের সমান অধিকার থাকবে। তার নীতি অনুসরণ করেই সরকার সবার জন্য কাজ করছি। এমন একটি দেশ যেখানে সব ধর্মের মানুষ সমান অধিকার ভোগ করছে এবং আপনারা সবাই সমান অধিকার নিয়েই বসবাস করবেন। ‘সব ধর্মের মানুষকে সরকার সমান চোখে দেখে’ উল্লেখ করে তিনি বলেন, আমাদের উন্নয়ন কর্মসূচি বাংলাদেশের প্রত্যন্ত পর্যন্ত বিস্তৃত। ধর্ম-বর্ণ নির্বিশেষে সবার জন্য, সবার কল্যাণেই আমরা কাজ করে যাচ্ছি। প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্মার্ট বাংলাদেশ গঠনে কাজ করে যাবে। সকল সদস্যদের ধন্যবাদ জানিয়ে তিনি সবাইকে একসাথে ঐক্যবদ্ধ থেকে কাজ করার জন্য অনুরোধ করেন এবং জেলা পরিষদ চেয়ারম্যান নির্বাচনের সময় সহযোগিতার জন্য সবার প্রতি কৃতজ্ঞতা জানান। এসময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম জেলা পরিষদের সদস্য আ ম ম দিলশাদ, সীতাকুÐ পৌরসভার কাউন্সিলর শফিউল আলম চৌধুরী, সীতাকুÐ মেলা কমিটির সাধারণ সম্পাদক বাবুল কান্তি শর্মা, দুলাল চন্দ্র দে, প্রেমতোষ দাশ, তপন চক্রবর্তী, সমীর শর্মা, প্রবীর দেবনাথ, উত্তম দে, সুমন দাশ বাসু, গৌতম অধিকারী, অমৃত কুমার নাথ, পিন্টু ভট্টাচার্য, অলক ভট্টাচার্য, রঞ্জন দাশ প্রমুখ। বিজ্ঞপ্তি