‘অসাম্প্রদায়িক চেতনার শিক্ষা শুরু হোক পরিবার থেকেই’

17

চট্টগ্রাম জেলা পরিষদ নির্বাচনে আওয়ামীলীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী এটিএম পেয়ারুল ইসলাম বলেছেন, সমপ্রীতির বাংলাদেশে বারবার সাম্প্রদায়িক বিশবাষ্প ছড়ানোর অপচেষ্টা চলছে। বর্তমান সরকার এ ধরনের অপচেষ্টা রুখতে বদ্ধপরিকর। মানুষের মাঝে শান্তি- সমপ্রীতির প্রতিষ্ঠাই সব ধর্মের মূলমন্ত্র। সোমবার দুপুরে নাসিরাবাদ হাউজিং সোসাইটি হলে চট্টগ্রাম উত্তর ও দক্ষিণ জেলা পূজা কমিটির নেতৃবৃন্দের সাথে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, সাম্প্রদায়িক সহিংসতা বন্ধ করতে বহুমাত্রিক পদক্ষেপ নেওয়া জরুরি। রাজনৈতিক ও প্রশাসনিক পদক্ষেপের পাশাপাশি আরো কিছু গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেওয়ার সুযোগ আছে। সাম্প্রদায়িক চেতনার শিক্ষা শুরু করতে হবে পরিবার থেকেই। সামাজিক সংহতির শিক্ষা ছোট থেকেই শিশুদের মাঝে নিশ্চিত করতে না পারলে অসা¤প্রদায়িক বাংলাদেশ গড়ে তোলার স্বপ্ন অধরাই থেকে যাবে।
উত্তর জেলা পূজা কমিটির সভাপতি নটু কুমার ঘোষ ও দক্ষিণ জেলা সাধারণ সম্পাদক রুবেল দেবের পরিচালনায় উপস্থিত ছিলেন উত্তর জেলা পূজা উদ্যাপন কমিটির সাধারণ সম্পাদক এডভোকেট নিখিল কুমার নাথ, দক্ষিণ জেলা সভাপতি সন্তোষ রঞ্জন দাস গুপ্ত, রূপকান্তি দেব, লিপ্টন দেবনাথ, লিপু অঞ্জন দে, ইমন চৌধুরী, প্রীতম তালুকদার, জয় ঘোষ, জিতেন কান্তি গুহ, পরিমল দেব, শুভঙ্কর ধর, আশিস মিত্র, রুবেল শীল, হারাধন দাস, প্রদীপ দে, পরিমল দত্ত, নরেশ দেব, মিস্টার সিংহ প্রমুখ। বিজ্ঞপ্তি