‘অসাম্প্রদায়িকতা ও আগামীর বাংলাদেশ’

31

 

থিয়েটার ইন্সটিটিউটে পূর্বা আয়োজিত গোলটেবিল বৈঠক অসাম্প্রদায়িকতা ও আগামীর বাংলাদেশ জাতীয় মহিলা সংস্থা চট্টগ্রামের সদস্য সঞ্চিতা বড়ুয়ার মুল প্রবন্ধ উপস্থাপনের মধ্য দিয়ে শুরু হয়। পূর্বা’র সভাপতি প্রকৌশলী সনাতন চক্রবর্তী বিজয়ের সঞ্চালনায় মুজিব শতবর্ষ ও সংগঠনের দেড়যুগ প‚র্তি উপলক্ষে আয়োজিত গোলটেবিল বৈঠকে অতিথি ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ড. ইফতেখার উদ্দিন চৌধুরী, সুফি ভাবাদর্শের গবেষক ও ইতিহাসবিদ ড. সেলিম জাহাঙ্গীর, চট্টগ্রাম চার্চ ডায়োসিস এর এডমিনিস্টেটর ফাদার লিওনার্ড রেবোরো, বাংলাদেশ সংঘরাজ ভিক্ষু মহাসভার সাধারন সম্পাদক এস লোকজিৎ থেরো, সনাতন ধর্ম গবেষক ও চবির সহযোগী অধ্যাপক কুশল বরণ চক্রবর্তী, সাবেক সিভিল সার্জন বীর মুক্তিযোদ্ধা ডা. সরফরাজ খান চৌধুরী বাবুল, সেক্টর কমান্ডার্স ফোরাম চট্টগ্রাম জেলার সভাপতি বীর মুক্তিযোদ্ধা নুরুল আলম মন্টূ, বাংলা টিভির ব্যুরো চীফ চৌধুরী লোকমান, কবি খন রঞ্জন রায়, অধ্যক্ষ উত্তম কুমার আচার্য্য, দৈনিক পূর্বতারার সম্পাদক লায়ন প্রশান্ত বড়ুয়া, ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের সিনিয়র আঞ্চলিক ব্যবস্থাপক সদরুল আমিন, সম্বন্বয়ক সদরুল ইলসাম, বীর কন্যা প্রীতিলতা ট্রাস্টের আজীবন সদস্য দীপিকা বড়ুয়া, সংশপ্তকের প্রধান নির্বাহী লিটন চৌধুরী, ইপসার প্রকল্প ব্যবস্থাপক ফারহানা ইদ্রিস, এডভোকেট সুব্রত শীল রাজু, ব্যাংক কর্মকর্তা মোহাম্মদ ইউসুফ, জাতীয় মহিলা সংস্থার সদস্য জাহান আরা নাজনীন, বাংলাদেশ মহিলা পরিষদের লিগ্যাল এইড সম্পাদক নিলুফার জাহান বেবী, প্রকৌশলী আরিফুল্লাহ হাই, প্রকৌশলী পাপন বড়ুয়া, কৃষিবিদ রফিকুল ইসলাম, অর্ক সম্পাদক অগ্রদ‚ত দাশগুপ্ত, কলামিস্ট মাসুদ পারভেজ, পূর্বা’র দপ্তর সম্পাদক প্রীতম দাশ, সদস্য মিঠুন সেন, ত‚র্জয় দাশ, তুলতুল চৌধুরী।